বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের এগিয়ে যাওয়া

এ ধারা অব্যাহত থাকুক

বাংলাদেশ নতুন বছরের শুরুতেই বিশ্বের ৪১তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে। গত এক বছরে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ নিজেদের এ স্থানে নিতে সক্ষম হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ ২৪তম স্থান দখল করবে। প্রায় একই সময়ে ২০৩২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রকে পেছনে ঠেলে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। প্রতিবেশী ভারত পরিণত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০১৯ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, একুশ শতক হবে এশীয় শতক। চলতি ২০১৯ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত। এর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম, চীন দ্বিতীয়, জাপান তৃতীয়, জার্মানি চতুর্থ ও ভারত পঞ্চম স্থানে।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার অন্য অনেক দেশের মতো আগামী ১৫ বছরে বাংলাদেশে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। গত এক বছরে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের ৪৩তম স্থান থেকে ৪১তম স্থানে উঠে এসেছে। আগামী ১৫ বছরে বাংলাদেশ ১৯ ধাপ এগিয়ে যাবে। সে হিসাবে ২০২৩ সালে ৩৬তম, ২০২৮ সালে ২৭তম এবং ২০৩৩ সালে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সামনে রেখে। সেই অর্থে ২০৩২ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২৫টি অর্থনীতির একটি হবে কিনা তা প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকা না থাকার ওপর নির্ভরশীল। তবে আশার কথা, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রবৃদ্ধির বর্তমান হার আরও বাড়বে এমনটিই আশা করা যায়। সেটি হলে ২০৩২ সালের আগেই সোনালি অর্জন শীর্ষ ২৫ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর