বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ধর্মতত্ত্ব

নারী অধিকার

ইসলাম বিয়ের ক্ষেত্রে নারীর সম্মতি গ্রহণকে করেছেন বাধ্যতামূলক। নারীর অমতে জবরদস্তি করে বিয়ে নাজায়েজ ঘোষণা করেছেন। রাসুলুল্লাহ (সা.) তার সর্বকনিষ্ঠ কন্যা ফাতেমা (রা.)-এর বিয়ে ঠিক করার সময় মেয়ের মতামতকে গ্রহণ করেছেন। রাসুলুল্লাহ (সা.) তার কন্যা সন্তান ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন যে, কোথাও যাওয়ার আগে এবং ফিরে আসার পরে সর্বপ্রথম ফাতিমা (রা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতেন। ইসলাম নারীর সচ্ছলতা ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে দেনমোহর প্রদান পুরুষের ওপর বাধ্যতামূলক করেছে। অথচ সংসারের সার্বিক ব্যয় বহন পুরুষেরই দায়িত্ব। মহান আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন : ‘তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর প্রদান কর, অতপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা সানন্দে তৃপ্তিসহকারে গ্রহণ কর’। (সূরা নিসা, আয়াত-০৪)

আশরাফ আলী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর