রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতর্ক

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

বিদেশ থেকে আমদানি করা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে সংশয় থাকায় শনিবার সারা দেশে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করা হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্যাকেট খোলার পর সেগুলো ঝরঝরে অবস্থায় থাকারই কথা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির জন্য পাঠানো ক্যাপসুলের প্যাকেট খুলে একটির সঙ্গে আরেকটি আঠার মতো জোড়া লাগানো অবস্থায় পাওয়া যায়। বেশ কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ আসায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করা হয়। ভারতীয় কোম্পানি ‘সফটি সিউল’ এবার ভিটামিন ‘এ’ সরবরাহের দায়িত্ব পাওয়ায় দেশি ওষুধ কোম্পানি রেনেটা সরকারের ক্রয় প্রক্রিয়া নিয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট-সিপিটি উইংয়ে অভিযোগ করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিদেশ থেকে ক্যাপসুল আমদানির প্রক্রিয়া তাতে ঠেকানো না গেলেও মান নিয়ে সংশয় সৃষ্টি হওয়ায় ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শেষ পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত হওয়া ক্যাম্পেইনের আওতায় দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এজন্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুল সরবরাহ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ শিশুর জন্য কেনা ক্যাপসুলগুলোর মান ভালো পাওয়া যায়। কিন্তু এক থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুর জন্য সরবরাহকৃত ক্যাপসুল নিয়ে অভিযোগ ওঠার পর পুরো কর্মসূচি স্থগিত করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, ভারতীয় যে ওষুধ কোম্পানি ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করেছে সেটি সুনামধারী প্রতিষ্ঠান নয়। তারা কীভাবে সরবরাহের দায়িত্ব পেল তদন্ত করা হবে। আমরা আশা করব, তদন্তে ক্যাপসুলের কার্যাদেশ দানের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর