মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হাদিসে রসুল (সা.)

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ইমানের পূর্বশর্ত। তিনি যাদের ভালোবাসতেন তাদেরকেও ভালোবাসাতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদের ভালোবাসতে বলেছেন। দীন প্রতিষ্ঠায় সাহাবিরা ছায়ার মতো আল্লাহর নবীকে অনুসরণ করেছেন। অসহনীয় দুঃখ-কষ্ট এমনকি নির্যাতন সহ্য করেছেন। কোনো অবস্থায় তাঁরা আল্লাহর হাবিবকে ত্যাগ করেননি। কোনো অবস্থায় তারা হুকুমের বরখেলাপ করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘আমার সাহাবিদের বিষয়ে আল্লাহকে ভয় কর এবং আমার (মৃত্যুর) পর তাদের (সমালোচনার) লক্ষ্যবস্তুতে পরিণত করো না। যে তাদের ভালোবাসে আমি তাদের ভালোবাসি, যে তাদের ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি। যে তাদের (সত্তাকে) আঘাত করে তারা আমাকে আঘাত করল, আল্লাহর (সত্তাকে) আঘাত করে এবং যে আল্লাহর (সত্তাকে) আঘাত করে শিগগিরই আল্লাহ তাকে কঠিন আজাবে গ্রেফতার করবেন।’ তিরমিজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর