সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ভেষজ

অ্যালার্জি

অ্যালার্জিক রাইনিটিস : সাধারণভাবে যা হে ফিভার (যবু ভবাবৎ) নামে পরিচিত। এ ধরনের অ্যালার্জিতে রোগীর অসম্ভব রকম হাঁচি হয়। এ জন্য এর নাম অ্যালার্জিজনিত হাঁচি। বাতাসে অত্যধিক মাত্রায় ফুলের রেণু এর প্রধান কারণ।

উপসর্গ : ক. নাক দিয়ে অনবরত পানি ঝরা খ. নাক বন্ধ হয়ে যাওয়া গ. নাক চুলকানো ঘ. অসম্ভব রকম হাঁচি ঙ. কান ও গলা চুলকানো, খুসখুস করা ইত্যাদি।

অ্যালার্জিক অ্যাজমা বা হাঁপানি : কষ্টদায়ক এই অ্যাজমার বিভিন্ন কারণের মধ্যে অ্যালার্জি অন্যতম। শ্বাস-প্রশ্বাসজনিত এ সমস্যায় ফুসফুস ও এর অভ্যন্তর ভাগে প্রদাহের সৃষ্টি হয়।  এ প্রদাহ ফুসফুসে বাতাস প্রবেশের পথ সংকীর্ণ করে দেয়। ফলে বাতাস ঢুকতে ও বেরোতে সমস্যার সৃষ্টি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর