বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দেয় টঙ্গী ইজতেমা

মুফতি মুহাম্মদ আল আমিন

মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দেয় টঙ্গী ইজতেমা

অন্য বছরের মতো এবারও ফিরে এলো বিশ্ব ইজতেমা। তবে এবারের ইজতেমা একটু বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ব তাবলিগ জামাতের কার্যক্রম একক আমিরের অধীনে চলবে, নাকি শূরা বা আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির অধীনে চলবে- এ নিয়ে বছর দুয়েক আগে তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লি নিজামুদ্দিনের শীর্ষ মুরব্বিরা বিভক্ত হয়ে যান। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে যে, শেষ পর্যন্ত ইজতেমা হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের মুরব্বিরা অবশেষে কাছাকাছি এসেছেন। বিভক্তি দূর হতে চলেছে। ইজতেমাও হচ্ছে। তাই আমাদের সবার উচিত, মিলেমিশে ইজতেমায় শরিক হওয়া। বর্তমান সময়ের মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি ও পারস্পরিক দ্বন্দ্ব-কলহ দূর করতে এ ইজতেমা খুবই গুরুত্বপূর্ণ। তুরাগতীরের ইজতেমা মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দেয়। ভ্রাতৃত্ব, একতা, সাম্য ও শান্তির বার্তা উপহার দেয়। এখানে সব মত ও পথের তাওহিদি জনতা একই শামিয়ানার নিচে অবস্থান করে। ইজতেমায় মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ দেখা যায় না। কেউ কাউকে কষ্ট দেয় না। কারও অধিকার নষ্ট করা হয় না। বিশ্বের যে কোনো দেশের যে কোনো মত ও পথের মুসলমান এখানে আসতে পারে। সব মাজহাবের অনুসারী অংশগ্রহণ করতে পারে। প্রতিটি বয়ানে মুসলমানদের মধ্যে আবার ভ্রাতৃত্ব ও সংহতি কীভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়। সাহাবিদের সোনালি যুগের আলোচনা হয়। সবার মধ্যে কীভাবে মুহব্বত সৃষ্টি করা যায়, সে চেষ্টা হয়। ইজতেমায় দেখা যায়, সবাই একই প্লেটে খাবার খাচ্ছে। কারও মধ্যে হিংসা নেই, ঘৃণা নেই। বাদানুবাদ নেই। সবাই সবাইকে দীনি ভাই মনে করছে। সবার মর্যাদা সবাই দিচ্ছে। একে অন্যের একরাম করছে। সম্মান করছে। সবার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর রসুলের সুন্নতের প্রতি ভালোবাসা ও আনুগত্য। প্রিয় নবী ও তাঁর সাহাবিরা যেভাবে ইসলাম প্রচারের জন্য মক্কা-মদিনার বাইরে গেছেন, বিশ্বে ছড়িয়ে পড়েছে, এখানেও সেই শিক্ষা দেওয়া হয়। ইজতেমার প্রতি নামাজের পর বয়ানে এসব বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সবাইকে ইসলাম প্রচারে অংশ নিতে উৎসাহিত করা হয়। বিশ্ব ইজতেমায় আগত মেহমান সবাই আল্লাহর জিকিরে মশগুল থাকে। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে বিশ্ব ইজতেমায় হাজির হওয়ার তাওফিক দান করেন।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

সর্বশেষ খবর