রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব হয়। প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) ভণ্ড নবীদের দমনে কঠোর অবস্থান নেন। তাঁর নির্দেশে বীর সেনাপতি খালিদ-বিন-ওয়ালিদ নাজদের ভণ্ড  নবী তুলায়হার বিরুদ্ধে প্রথমে অগ্রসর হন। তিনি তাঁর ওপর ন্যস্ত কর্তব্য পালন করে যোগ্যতার পরিচয় দেন। তিনি বুজাকার যুদ্ধে তুলায়হাকে পরাজিত করেন। তুলায়হা পরাজিত হয়ে পলায়ন করেছিলেন। তার গোত্র বানু আসাদকে ক্ষমা করা হলে তুলায়হা মদিনায় ফিরে এসে ইসলাম গ্রহণ করেন।

     শাকিলা জাহান

সর্বশেষ খবর