বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভাষা মহান আল্লাহর করুণার নিদর্শন

মুহাম্মদ ওমর ফারুক

ভাষা মহান আল্লাহর করুণার নিদর্শন

ভাষার বৈচিত্র্য আল্লাহর অসীম কুদরত। মহান আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন। এটি তার করুণার নিদর্শন।  পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পরম করুণাময় আল্লাহ। শিক্ষা দিয়েছেন কোরআন। সৃষ্টি করেছেন মানুষ। শিখিয়েছেন কথা ও ভাষা। (সূরা আর রহমান : ১-৪)। মানবশিশু জš§গ্রহণের পরই কথা বলতে পারে না। আল্লাহর রহমতে ক্রমান্বয়ে কথা বলতে শেখে। আল্লাহ বলেন, ‘তিনি মানুষকে শিখিয়েছেন, যা সে জানত না।’ (সূরা আলাক : ৫)। আল্লাহ আমাদের যে ভাষায় কথা শিখিয়েছেন আমাদের মাতৃভাষা। মাতৃভাষার স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন, ‘তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা আল্লাহর সৃষ্টিনৈপুণ্যের অন্যতম নিদর্শন। (সূরা রুম : ২২)। মাতৃভাষার গুরুত্ব-তাৎপর্য প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আমি নিজের বাণী পৌঁছানোর জন্য যখনই কোনো রসুল পাঠিয়েছি, সে তার সম্প্রদায়ের ভাষায় বাণী পৌঁছিয়েছে। যাতে সে তাদের খুব ভালো করে পরিষ্কারভাবে বোঝাতে পারে।’ (সূরা ইবরাহিম : ৪)। মাতৃভাষার প্রতি মহান আল্লাহর সহানুভূতি প্রকাশ পেয়েছে ওই আয়াতে। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির (রহ.) লিখেন, ‘আল্লাহর অপার করুণা তিনি বান্দার সুবিধার জন্য নবীদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন।’ হজরত আবু জার (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘মহিমান্বিত আল্লাহ প্রত্যেক নবীকে নিজ উম্মতের ভাষাভাষী করে প্রেরণ করেছেন।’ (মুসনাদে আহমাদ : ২০৯০১)। হজরত কাতাদা (রহ.) বলেন, ‘প্রত্যেক নবী তার কওমের ভাষায় কথা বলতেন। আমাদের নবী (সা.) কথা বলতেন আরবি ভাষায়। তাঁর মাতৃভাষা ছিল আরবি।’ (তাফসিরে মাজহারি)।

এখানে একটি বিষয় লক্ষণীয়, অন্য নবীদের মতো আমাদের নবী (সা.) ক্ষুদ্র পরিসরে কোনো দেশ বা জাতির কাছে প্রেরিত হননি। আল্লাহ বলেন, ‘আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি।’ (সূরা সাবা : ২৮)। অন্যত্র আল্লাহ বলেন, ‘আমি তোমাকে জগদ্বাসীর জন্য দয়া ও রহমতস্বরূপ রসুল করে পাঠিয়েছি।’ (সূরা আম্বিয়া : ১০৭।) নির্দিষ্ট কওম বা জাতির কাছে প্রেরিত না হয়েও আল্লাহতায়ালা রসুল (সা.)-কে মাতৃভাষার অধীন করেছেন। মুফতি শফি (রহ.) মা’আরেফুল কোরআনে লিখেন : ‘আল্লাহ চাইলে সর্বজনবোধগম্য একটি ভাষায় নবী ও কিতাব পাঠাতে পারতেন।’ কিন্তু আল্লাহতায়ালা তা না করে মাতৃভাষায় তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন।’ এ থেকেই মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করা যায়। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাভাষীদের বড় অংশই মুসলমান। ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন যারা, তারা আমাদের শ্রদ্ধার পাত্র। পৃথিবীর অন্য কোনো জাতি ভাষার জন্য শহীদ হওয়ার গৌরব অর্জন করতে পারেনি। রফিক-সালাম-বরকতদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের রুহের মাগফিরাত কামনা করা আমাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।  আল্লাহ ভাষা শহীদদের জান্নাতের সুশীতল স্থানে ঠাঁই দিন।

 

            লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর