বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

ঈসা খাঁ

ঈসা খাঁ

ঈসা খাঁ (১৫২৯-১৫৯৯ খ্রিস্টাব্দ) সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক এবং বারো ভূঁঁইয়ার নেতা। ঈসা খাঁর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। তার পিতামহ বাইশ রাজপুত সম্প্রদায়ভুক্ত ভাগীরথী প্রথমে অযোধ্যা থেকে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের অধীন দেওয়ান হিসেবে চাকরি গ্রহণ করেন। তার মৃত্যুর পর পুত্র কালিদাস গজদানী পিতার দেওয়ান পদ লাভ করেন। পরে কালিদাস ইসলাম গ্রহণ করে সোলায়মান খান নাম ধারণ করেন। সোলায়মান সুলতানের কন্যা সৈয়দা মোমেনা খাতুনকে বিয়ে করেন এবং সরাইলের জমিদারি লাভ করেন। এই সরাইলেই সোলায়মানের পুত্র ঈসা খাঁ (খান) জন্মগ্রহণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর