দেশজুড়ে চলা ভয়ানক অশান্তির মধ্যেই একটা সুখবর এলো সংযুক্ত আরব আমিরাত থেকে। রেসিডেন্স ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে দেশটির সরকার। অবৈধ প্রবাসীরা এ সময়ে বৈধতার সুযোগ পাবেন। ভিসা বা তার মেয়াদ না থাকায় দীর্ঘদিন ধরে যারা অবৈধভাবে বসবাস করছেন- তারা এ দুই মাসের জন্য সাধারণ ক্ষমার আওতায় আসবেন। এর মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হতে পারেন, অথবা জেল-জরিমানা-নিষেধাজ্ঞা ছাড়াইও দেশ ছাড়তে পারেন। আমিরাতের এ সিদ্ধান্ত স্বস্তি বয়ে এনেছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের মধ্যে। করোনা মহামারির পর ২০২০-২১ সালে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করে দিলে কয়েক হাজার মানুষ জীবিকার অন্বেষণে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে যান। তাদের অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিতে পারলেও অবৈধ হয়ে পড়েন কয়েক হাজার। এরা সেখানে চরম অনিশ্চয়তায় উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। অনেক কাঠখড় পুড়িয়ে যে পরিবার-পরিজন সোনালি স্বপ্নের দেশে তাদের পাঠিয়েছিলেন- তারা পড়েছিলেন অথৈ-পাথারে। তাদের জন্যও নতুন করে আশার আলো জ্বালিয়েছে আমিরাতের সিদ্ধান্ত। প্রবাসীরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে পরিবারকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিদেশবিভুঁইয়ে পাড়ি জমান। বিরুদ্ধ পরিবেশে প্রাণান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে দেশে পাঠান। সে টাকা পরিবারে সচ্ছলতা আনে, দেশের অর্থনীতিতে গতিসঞ্চার করে। এদের প্রতি জাতির সম্মান, শ্রদ্ধা এবং বিশেষ দায়িত্ব রয়েছে। আমিরাত দুই মাসের জন্য হলেও যে সুযোগ দিয়েছে, তার ষোলআনা সদ্ব্যবহারের জন্য অবৈধ হয়ে পড়া কর্মীদের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশ মিশনকে। বৈধতা অর্জনের জন্য তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে হবে। দূতাবাসে তারা যেন সামান্য অসম্মান, অবহেলা, সময়ক্ষেপণের শিকার না হন-এ বিষয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বোচ্চ সক্রিয়তা দেখাতে হবে। আর রেমিট্যান্স যোদ্ধাদের লক্ষ্য রাখতে হবে, তাদের কোনো কাজে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং তাতে আগামীতে অন্যদের যাওয়ায় যেন বাধা সৃষ্টি না হয়।
শিরোনাম
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়
- ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতের দালাল’
- অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
- ফরিদপুরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ যুবদলের
- ‘খুনি হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- ‘হাসিনা ভারতের পুতুল, যেভাবে নাচায় সেভাবে নাচে’
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে : গভর্নর
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় চারজন গ্রেফতার
- কমল স্বর্ণের দাম
- ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের