সরকার পতনের পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্র-জনতার বিজয়োল্লাসে অতিউৎসাহী অনেকে আবেগের স্রোতে ভেসে উচ্ছৃঙ্খল ও অনৈতিক কাজে অংশ নেয়। তাদের সঙ্গে মিশে পেশাগত অপরাধী চক্র চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটতরাজে মেতে ওঠে। স্বার্থান্বেষী মহল বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদত জোগায়। সুযোগসন্ধানীরাও নানা কৌশলে নৈরাজ্য চালাতে থাকে। এমন কঠিন ক্রান্তিকালে পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে কার্যত আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। বাধ্য হয়েই স্বতঃপ্রণোদিত ছাত্র-জনতা, এমনকি এতিমখানার শিক্ষার্থীরা ঢাল হয়ে দাঁড়ায় সংখ্যালঘুদের মন্দির, উপাসনালয়, বাড়িঘরসহ বিভিন্ন স্পর্শকাতর স্থান রক্ষায়। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই দেশে ফিরে বিমানবন্দরে বলেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোই প্রথম ও প্রধান কাজ। কোনোরকম সহিংসতা, ভাঙচুর, সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেন না হয়, সে আহ্বানও জানান তিনি। শপথ গ্রহণের পরও তিনি এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ পুরোপুরি কাজে না ফেরায় দৌরাত্ম্য বৃদ্ধি পায় ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসীদের। পরিবার পরিজন ও সম্পদ রক্ষায় লাঠি-বাঁশ-বাঁশি নিয়ে দল বেঁধে পাহারা বসাতে হয় রাজধানীসহ বিভিন্ন শহরের পাড়া-মহল্লায়। এটা কোনো কাম্য বিষয় নয়। যার কাজ তাকেই করতে হয়। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানোই বড় চ্যালেঞ্জ। আর পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানো হবে এক নম্বর কাজ। পুলিশ সংস্কারের মাধ্যমে এর ভাবমূর্তি পুনরুদ্ধার খুবই জরুরি হয়ে পড়েছে। আশার বিষয়, অনেক থানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ পুলিশ সদস্যদের নিরাপত্তা রক্ষা ও অন্যান্য সমস্যা সমাধানের পথ খুঁজছেন। গণ আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। আশা করা যায়, সহসাই পুলিশ পেশাদারিত্বে সক্রিয় হবে। আর তাতে সমাজে আইনশৃঙ্খলা এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।
শিরোনাম
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
প্রকাশ:
০০:০০, রবিবার, ১১ আগস্ট, ২০২৪
আপডেট:
আইনশৃঙ্খলা
জনজীবনে স্বস্তি ফিরুক
Not defined
টপিক
এই বিভাগের আরও খবর