সবার সঙ্গে বন্ধুত্বের নামে কারও কারও সঙ্গে বন্ধুত্বে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির পৌনে ১৬ বছরে। দুনিয়ায় যেসব দেশ গণতন্ত্র ও মানবাধিকারকে প্রাধান্য দেয় সেসব দেশের সঙ্গে অস্থির সম্পর্ক গড়ে তোলা হয়েছিল গোঁয়ার্তুমিকে প্রাধান্য দিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার, দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য ঝুঁকে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের অন্যতম প্রধান দাতা দেশও যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের নোংরা এবং আত্মঘাতী কূটনৈতিক চাল চালা হয়েছে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে। মার্কিন কূটনীতিক সম্পর্কে অশোভন মন্তব্য এমনকি রাষ্ট্রদূতের ওপর হামলার ঘটনা ঘটেছে বিদায়ী ক্ষমতাসীন দলের অর্বাচীন পেশিজীবী নেতাদের ইন্ধনে। কূটনেতিক ক্ষেত্রে একপেশে নীতি বাংলাদেশের জন্য বিড়ম্বনা ডেকে এনেছে বিভিন্ন ক্ষেত্রে। সেই অপরিণামদর্শী অবস্থান ত্যাগ করে কথা নয় কাজে ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ কূটনীতির ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। পূর্ব থেকে পশ্চিম এবং আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ভারসাম্যের কূটনীতি শুরু হয়েছে ইতোমধ্যে। দীর্ঘদিনের বৈরিতা কেটে যাচ্ছে অনেক প্রভাবশালী দেশের সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ অধিবেশনে বা এর বাইরে ড. ইউনূস যাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন সেটাই হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাস্তবতা। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের প্রয়োজন অনুসারে তিনি কূটনীতি পরিচালনা করছেন। এটাই সময়োপযোগী উত্তম কূটনীতি। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং গণতান্ত্রিক ভিত্তি রচনা করে একটি শক্তিশালী রাষ্ট্রকাঠামো তৈরিতে এই পররাষ্ট্রনীতি আমাদের সহায়তা করবে। এখন রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। এগুলো পাশ্চাত্যের দেশগুলো থেকে নেওয়ার চেষ্টা করছে সরকার। তারা সবাই এসব বিষয়ে সহায়তা করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন। সার্ককে শক্তিশালী করার যে আগ্রহ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন তা একটি সঠিক সিদ্ধান্ত। যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে এ আঞ্চলিক জোটের সাফল্য আকাশছোঁয়া। এটিকে আসিয়ানের মতো অর্থনৈতিক জোটে পরিণত করা গেলে তা হবে এক বিরাট অর্জন।
শিরোনাম
- রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি : নুর
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল