শুভংকরের ফাঁকি বলে একটি কথা আমাদের দেশে বেশ প্রচলিত। রাষ্ট্রীয় হিসেবে যদি জনগণকে ধোঁকা দেওয়া সরকারের নীতিমালা হয়ে দাঁড়ায় তবে তা শুধু দেশবাসীর জন্যই বিড়ম্বনা ডেকে আনে না, দেশ পরিকল্পনার ক্ষেত্রে সরকারকেও প্রতিকূল অবস্থায় পড়তে হয়। যেমনটি হয়েছে বিগত সরকারের ক্ষেত্রে। ১৯৯৬ সালের আগ পর্যন্ত সরকারি তথ্যের ওপর মোটামুটি আস্থা রাখত দেশের মানুষ। বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য-উপাত্ত দেখানো হতো তা সত্যের কাছাকাছি বলেই ভাবা হতো। কিন্তু তারপর থেকে দেশের জনসংখ্যা, খাদ্য উৎপাদন, মাথাপিছু আয়, দরিদ্র সংখ্যা, গড় আয়ু, খেলাপি ঋণ, বেকারত্ব, জিডিপি, মূল্যস্ফীতি ইত্যাদি ক্ষেত্রে নিজেদের সাফল্যকে আকাশছোঁয়া বানাতে শুভংকরের ফাঁকিকে সরকারের নীতিমালা হিসেবে ধরা হয়। ২০০৮ সালের পর সরকারের কোন মন্ত্রণালয় কতটা শুভংকরের ফাঁকিতে শিরোপা লাভের যোগ্য তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ফলে দেশের জনসংখ্যা কম দেখানোর চেষ্টা চলে। খাদ্য উৎপাদনের বাস্তব চিত্র উপেক্ষিত হয় সরকারি পরিসংখ্যানে। মাথাপিছু আয়ের হার এতটাই বাড়ানো হয় যে, তা জনমনে ক্ষোভেরও কারণ হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের আওয়ামী সরকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৮৪ ডলার। অর্থাৎ টাকার হিসাবে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু এ অর্থ দেশের নিম্ন মধ্যবিত্তদের গড় আয়ের অনেক বেশি। ধনী ও উচ্চ মধ্যবিত্তদের আয় তা থেকে অনেক বেশি হলেও শতকরা ৫০ ভাগ নিম্ন আয়ের মানুষের গড় আয় এর এক-তৃতীয়াংশের সমান। ভুল তথ্য-উপাত্ত এবং দেশবাসীকে শুভংকরের ফাঁকি দিতে গিয়ে বিগত সরকার দেশ পরিচালনায় লেজেগোবরে অবস্থায় পতিত হয়। রেকর্ড পরিমাণ খাদ্য উৎপাদনের নামে দেশবাসীর বাহবা নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কোটি কোটি মণ চাল, গম আমদানি করে ঘাটতি পূরণ করতে হয়েছে। প্রতি বছর নিজেদের সাফল্য দেখাতে সবকিছু বাড়িয়ে দেখানো হলেও জনংখ্যা কম দেখানো হয়েছে কল্পিত সাফল্যের চিত্র ধরে রাখতে। খেলাপি ঋণের পরিমাণও কম দেখানো হয়েছে চোর-মহাচোরদের প্রশ্রয় দিতে। রাষ্ট্রীয় পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সরকারকে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি ক্রেতাদের
- মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
- আদানির সাথে চুক্তিটি সঠিক হয়নি : জ্বালানি বিশেষজ্ঞ ড. তামিম
- বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ
- চার দিনের সফরে রাতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
- বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত