পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত দীর্ঘদিনের। বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। সেখানে বড় ধরনের সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মিয়ানমারে অন্তত ৩১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রতি সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুজ রাখাইনে ভয়াবহ পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস তখন মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা একটা গ্যারান্টেড ‘নিরাপদ অঞ্চল’ তৈরি এবং তাদের সহায়তার উপায় খুঁজে বের করার আহ্বান জানান। তিনি রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা চান। রাখাইনে সহিংসতা ও ঘরবাড়ি হারানো মানুষের বিষয়ে আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন। এর আগে গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূস তিন দফা প্রস্তাব পেশ করেছিলেন। ড. ইউনূসের এসব পরামর্শ ও প্রস্তাবনা বৃহত্তর কল্যাণের লক্ষ্য অর্জনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপ্রিয় বাস্তবতা হচ্ছে, প্রায় ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা প্রতিনিয়ত নানা অপরাধে জড়াচ্ছে। তাদের নিয়ে সামাজিক ও পরিবেশগত বহুমাত্রিক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এর ওপর যদি আরও রোহিঙ্গা চেপে বসে, তা হবে দুঃসহ এবং অনভিপ্রেত। মিয়ানমারে সংঘর্ষ বন্ধ এবং রাখাইনসহ বিভিন্ন রাজ্যের রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ব সমাজের নৈতিক ও মানবিক কর্তব্য। এ ক্ষেত্রে রাখাইনের পথে বসা মানুষের জন্য নিরাপদ অঞ্চল তৈরি বিদ্যমান সংকট সমাধানে ভালো সূচনা হতে পারে। আঞ্চলিক শান্তি-সংহতি এবং পারস্পরিক নিরাপত্তার জন্যই এটা প্রয়োজন। প্রতিবেশী দেশগুলো এবং জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সহায়তায় এর বাস্তবায়ন কাম্য।
শিরোনাম
- কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত
- সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত
- কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি
- ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- বগুড়ার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যুবার্ষিকী আজ
- এখন কত সম্পত্তির মালিক কোহলি-আনুশকা?
- অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা
- ‘দেশের এক ইঞ্চি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করবো না’
- স্বার্থান্ধতার কারণে দেশের রাজনীতি আজ লক্ষ্যচ্যুত : সেলিম উদ্দিন
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
- পিরোজপুরে আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি
- নেত্রকোনায় পিআইডির সেমিনার অনুষ্ঠিত
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান
- শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের
- অবসরে গেলেন বিচারপতি জিয়াউল করিম
- কুলাউড়ায় প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতার পেটে, ফেরত দিতে চিঠি
- ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন লুৎফুজ্জামান বাবর
- ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
- ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
রোহিঙ্গা সংকট
নিরাপদ অঞ্চলই সর্বোত্তম সমাধান
এই বিভাগের আরও খবর