বিশ্বব্যাপী করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দুই-তিন বছর ধরে নির্মাণ শিল্পে নেতিবাচক প্রভাব চলছিল। ডলারের দাম বৃদ্ধি, উচ্চ সুদহার এবং মূল্যস্ফীতির কশাঘাতে পুঁজির ঘাটতিসহ নানা সংকটে পড়েন রড-সিমেন্ট শিল্প-মালিকরা। এ ছাড়া এলসি মার্জিন বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ চেইনে ব্যাঘাত, কাঁচামালের ঘাটতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে চাপে ছিলেন উদ্যোক্তারা। সরকার কৃচ্ছ্রতার নীতি নেওয়ায় অনেক কাজ বন্ধ হয়ে যায়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল সারা দেশে নির্মাণ কর্মকাণ্ড থমকে থাকে। স্বৈর সরকার পতনের পর অধিকাংশ জনপ্রতিনিধি ও ঠিকাদার পালিয়ে যাওয়ায় তাদের তত্ত্বাবধান ও হাতে থাকা কাজগুলো বন্ধ রয়েছে। মফস্বলের গ্রামীণ এলাকায়ও অনেক নির্মাণকাজ বন্ধ। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের দুই মাস পেরিয়ে গেলেও ছন্দে ফেরেনি নির্মাণ কর্মযজ্ঞ। মেগা প্রকল্পসহ বেশির ভাগ সরকারি কাজ বন্ধ রয়েছে। বেসরকারি খাত খুব জরুরি ছাড়া নির্মাণকাজ করছে না। এর বিরূপ প্রভাব পড়েছে দেশে রড-সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণে এ দুই শিল্পে ধস নেমেছে। দিন দিন অবস্থা করুণ হচ্ছে। উদ্যোক্তারা পুঁজি হারানোর শঙ্কায়। ডলারের দাম বেড়ে যওয়ায় এ শিল্প পুঁজি হারিয়েছে ৪০ শতাংশ পর্যন্ত। বেশ কিছু ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। গত বছরের তুলনায় সেপ্টেম্বরে সিমেন্টের চাহিদা কমেছে প্রায় ৩৫ শতাংশ, রডের ৭০ শতাংশ পর্যন্ত। উৎপাদনকারীরা দাম কমিয়ে বাজারে ধরে রাখার চেষ্টা করলেও সুফল মিলছে না। এমন অবস্থা চলতে থাকলে শুধু যে রড-সিমেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, এর সঙ্গে জড়িত অসংখ্য মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। অর্থনীতিতে আঘাত অনিবার্য হয়ে উঠবে; যা কাম্য নয়। রাষ্ট্র সংস্কারে ব্যস্ত সরকারের এদিকে জরুরি দৃষ্টিপাত করা জরুরি। থেমে থাকা মেগা প্রকল্পের যৌক্তিক কাজগুলো শুরুর পদক্ষেপ দ্রুত নেওয়া দরকার। পালিয়ে যাওয়া ঠিকাদারদের অসমাপ্ত কাজ শেষ করতে বিকল্প পন্থা নেওয়া যেতে পারে। অব্যাহত অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে, নির্মাণ শিল্পসহ সব উৎপাদন-ক্ষেত্রের স্থবিরতা কাটুক, গা ঝাড়া দিয়ে মন্থরতার ধুলো ঝেড়ে চলতে শুরু করুক- সেটাই প্রত্যাশিত।
শিরোনাম
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়