মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আতাউর রহমান সায়েম সাবেক শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

অধ্যায় : একুশের গান

১. কার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি?

উত্তর : আমার ভাইয়ের রক্তে রাঙনো একুশে ফেব্রুয়ারি।

২. আমার ভাইয়ের রক্তে রাঙানো কী?

উত্তর : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

৩. কাকে হারা শত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি?

উত্তর : ছেলেহারা শত মায়ের অগ্রুগড়া এ ফেব্রুয়ারি।

৪. ছেলেহারা কত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি?

উত্তর : ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি।

৫. ছেলেহারা শত মায়ের কী গড়া এ ফেব্রুয়ারি?

উত্তর : ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি।

৬. কেমন দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি?

উত্তর : সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি।

৭. কী হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা?

উত্তর : শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।

৮. শিশু হত্যার বিক্ষোভে আজ কী কাঁপুক?

উত্তর : শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।

৯. নীল গগনের বসনে কখন চাঁদ চুমো খেয়েছিল।

উত্তর : নীল গগনের বসনে শীতের শেষে চাঁদ চুমো খেয়েছিল।

১০. নীল গগনের বসনে শীতের শেষে কে চুমো খেয়েছিল?

উত্তর : নীল গগনের বসনে শীতের শেষে চাঁদ চুমো খেয়েছিল।

১১. পথে পথে যেন কী ফোটে?

উত্তর : পথে পথে ফোটে যেন রজনীগন্ধা অলকনন্দা।

১২. কেমন ঝড় এল?

উত্তর : ক্ষ্যাপা বুনো ঝড় এল।

১৩. অাঁধারে কাদের মুখ চেনা?

উত্তর : অাঁধারে পশুদের মুখ চেনা।

১৪. দেশের ভাগ্য ওরা কী করে?

উত্তর : দেশের ভাগ্য ওরা বিক্রয় করে।

১৫. ওরা মানুষের কী কী কেড়ে নিয়েছে?

উত্তর : ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে।

১৬. আজো জালিমের কারাগারে কে কে মরে?

উত্তর : আজো জালিমের কারাগারে বীর ছেলে, বীর নারী মরে।

১৭. শহীদ ভাইয়ের কী ডাকে?

উত্তর : শহীদ ভাইয়ের আত্দা ডাকে।

১৮. 'একুশের গান' প্রথম ছাপা হয় কত সালে?

উত্তর : 'একুশের গান' প্রথম ছাপা হয় ১৯৫৩ সালে।

১৯. 'একুশের গান' কোন সংকলনে ছাপা হয়?

উত্তর : 'একুশের গান' 'একুশে ফেব্রুয়ারি' সংকলনে ছাপা হয়।

২০. 'একুশের গান'-কবিতার লেখক কে?

উত্তর : 'একুশের গান'- এর লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।

অনুধাবনমূলক প্রশ্ন

১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' চরণটির ব্যাখ্যা দাও।

২. 'ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি' বলতে কী বোঝায়?

৩. 'আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি' কথাটির মানে কী? বুঝিয়ে বল।

৪. 'জাগো নাগিনীর জাগো কালবোশেখিরা' বলে লেখক কাদেরকে জেগে উঠতে বলেছেন? ব্যাখ্যা কর।

৫. 'শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।'- লাইনটির ব্যাখ্যা কর।

৬. কাদেরকে খুন করে মানুষর দাবি রোখে? বুঝিয়ে বল।

৭. কাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা? ব্যাখ্যা কর।

৮. 'ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রোখে।'- কেন গুলি ছোড়ে? ব্যাখ্যা কর।

৯. ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়।- চরণটির ব্যাখ্যা দাও।

১০. কারা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে? বুঝিয়ে বল।

 

 

 

সর্বশেষ খবর