মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ভূগোল ও পরিবেশ

৩৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

হামিদা আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।

১. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?

উত্তর : Delta

২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?

উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।

৩. পর্বত কয় প্রকার?

উত্তর : ৪ প্রকার।

৪. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?

উত্তর : হিমালয়, আল্পস, রকি।

৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : ভাঁজ

৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।

উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।

৭. ল্যাকোলিথ পর্বত কোনটি?

উত্তর : USA ল্যাকোলিথ।

৮. সমভূমি কত প্রকার ও কি কি?

উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?

উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%

১০. বায়ুমণ্ডলের স্তর কয়টি?

উত্তর : ৬টি।

১১. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?

উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।

১২. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়?

উত্তর : মৌসুমী।

১৩. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে?

উত্তর : গরম ও ঠাণ্ডা।

১৪. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?

উত্তর : শতকরা ১ ভাগ।

১৫. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে?

উত্তর : জলবায়ু।

১৬. কোনোগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?

উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদর্্রতা ও বারিপাত।

১৭. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?

উত্তর : হাইগ্রোমিটার।

১৮. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি?

উত্তর : ২ প্রকার, ১. পরম আদর্্রতা ২. আপেক্ষিক আদর্্রতা

১৯. বৃষ্টিপাত কত প্রকার?

উত্তর : ৪ প্রকার।

২০. অয়ন বায়ু কত প্রকার ও কি কি?

উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।

২১. গর্জনশীল চলি্লশা কত থেকে কত ডিগ্রির মধ্যে?

উত্তর : ৪০্ন-৪৭্ন দক্ষিণ।

২২. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?

উত্তর : আরবি, ঋতু

২৩. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে?

উত্তর : মৌসুমী।

২৪. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?

উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N2O মিথেন নাইট্রোস অঙ্াইড।

২৫. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়?

উত্তর : ৬।

২৬. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে?

উত্তর : এক্সোমন্ডলে।

২৭. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে?

উত্তর : স্ট্রাটোস্থিয়ার

২৮. বায়ুমণ্ডলের স্তর কয়টি?

উত্তর : ৬টি

২৯. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে?

উত্তর : সমমণ্ডল ও বিষমন্ডল।

 

 

সর্বশেষ খবর