মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় : জীবন বাঁচাতে বিজ্ঞান

 

১. ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?

ক. এম আর আই খ. কেমো থেরাপি

গ. এনজিও গ্রাফি ঘ. আলট্রাসনোগ্রাফি

উত্তর : খ

২. তেজস্ক্রিয়তা এড়াতে কিসের দেয়াল ব্যবহৃত হয়?

ক. দস্তা খ. তামা গ. টিন ঘ. সিসা

উত্তর : ঘ

৩. হাড়ের ক্ষয় শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি?

ক. সিটি স্ক্যান খ. এক্সরে

গ. ইসিজি ঘ. এমআরআই

উত্তর : খ

৪. অতিরিক্ত কোন রশ্মি জীবকোষ ধ্বংস করে?

ক. আলট্রাসনোগ্রাফি খ. এক্স-রে

গ. ইসিজি ঘ. আলোক রশ্মি

উত্তর : খ

৫. টিউমার অবস্থান নিশ্চিত করতে যে পরীক্ষা করতে হয়।

ক. সিটি স্ক্যান খ. এক্স-রে

গ. এমআরআই ঘ. রেডিও থেরাপি

উত্তর : ক

৬. আল্টাসনোগ্রাফিতে ব্যবহৃত হয়-

ক. শ্রবণোত্তর তরঙ্গ ক. শ্রাব্যতার সীমা

গ. শব্দের তরঙ্গ ঘ. আলোক রশ্মি

উত্তর : ক

৭. এমআর আইন (MRI) হলো-

ক. Mark Recovery Imagring

খ. Magnetic Recovery Imaging

গ.  Mark Reader Imaging

ঘ. Magnetic Resonance Imaging

উত্তর : খ

৮. শব্দনোত্তর শব্দ তরঙ্গ হলো-

ক. ২০ H3 খ. ২০,০০০ কম H3

গ. ২০,০০০ বেশি H3

ঘ. ২০,০০০ H3

উত্তর : গ

৯. পেশি, যোজন কলা প্রভৃতির পরিষ্কার ও বিস্তারিত ছবি তোলা যায়- কোন পরীক্ষার মাধ্যমে?

ক. এমআরআই খ. ইসিজি

গ. এক্স-রে ঘ. সিটি স্ক্যান

উত্তর : ক

১০. কেমোথেরাপিতে কতবার ঔষধ প্রয়োগ করা হয়?

ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮

উত্তর : খ

১১. গ্যাস্টিক, পেটব্যথা, আলসার শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি?

ক. এন্ডোস্কোপি খ. এক্স-রে

গ. সিটি স্ক্যান ঘ. ইসিজি

উত্তর : ক

১২. ইসিজি (ECG) হলো-

ক. ইলেকট্রো কার্ডিওগ্রাম খ. আল্ট্রাসনোগ্রাফি

গ. ইলেকট্রো প্লেটিং ঘ. কোনটিই নয়

উত্তর : ক

১৩. নিচের কোনটি ক্যান্সারের আরোগ্য বা নিয়ন্ত্রণের কৌশল-

ক. আল্ট্রাসনোগ্রাফি খ. সিটি স্ক্যান

গ. রেডিও থেরাপি ঘ. এক্স-রে

উত্তর : গ

১৪. নিচের কোনটি কেমোথেরাপির পাশর্্বপ্রতিক্রিয়া নয়?

ক. চুল পড়ে যাওয়া

খ. হাতের তালু, পায়ের তালু প্রভৃতি অঙ্গের চামড়া পুড়ে যাওয়া

গ. হজমে সমস্যা হওয়া

ঘ. জ্বর হওয়া উত্তর : ঘ

১৫. কোন পরীক্ষার মাধ্যমে শরীরের কোন রক্তনালি বন্ধ বা ক্ষতিগ্রস্ত হলে তার ছবি তোলা হয়?

ক. সিটি স্ক্যান খ. এনজিও গ্রাফ

গ. ইসিজি ঘ. এন্ডোস্কপি

উত্তর : খ

১৬. মানুষের ওপর কোন অস্ত্রোপচার না করে তার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় কোন পরীক্ষার মাধ্যমে?

ক. ইসিজি খ. এক্স-রে

গ. সিটি স্ক্যান ঘ. এন্ডোস্কোপি

উত্তর : গ

১৭. এন্ডোস্কপিতে ব্যবহৃত প্রতিটি অপটিক্যাল তারের ব্যাসার্ধ কত?

ক. ০.০৫ মিঃ খ. ০.৫ মিঃ

গ. ০.০০৪ মিঃ ঘ. ০.০০৫ মিঃ

উত্তর : ঘ

 

 

 

সর্বশেষ খবর