বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বাংলা : মডেল টেস্ট

প্রাথমিক সমাপনী শিক্ষা প্রস্তুতি

আতাউর রহমান সায়েম সাবেক শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

প্রাথমিক সমাপনী শিক্ষা প্রস্তুতি

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখ :

পাকিস্তানি শাসকরা ১৯৫২ সালে বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। বাংলা ভাষাকে কেড়ে নেওয়া মানেই বাংলা মা'কে অপমান করা। এ কারণে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ২১ ফেব্রুয়ারিতে রাজপথে মিছিল বের করে। এ যেন গভীর সমুদ্র ঢেউয়ের মতো জনতা এগিয়ে চলে। তাই পুলিশ পাকিস্তান সরকারের নির্দেশে ওই মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম না জানা অনেকে। এসব শহীদের রক্তের দানে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। এ রক্তে রাঙানো ফেব্রুয়ারিকে নিয়ে লেখা হয়েছে গান, গল্প, কবিতাসহ অসংখ্য সাহিত্য আর তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভ। তাই একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পীর কণ্ঠে ও বাদ্যযন্ত্রে বেজে উঠে- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' বাঙালির মতো মাতৃভাষা রক্ষা করার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জন্য একুশ আমার অহংকার, আমার গর্ব। তাই প্রতিবছর আমরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাই।

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১*৫=৫

i. অনুচ্ছেদটি মূলত কোনটিকে নির্দেশ করে?

ক. দেশ বিভাগ খ. ভাষা-আন্দোলন

গ. গণঅভ্যুত্থান ঘ. মুক্তিযুদ্ধ

ii. ফেব্রুয়ারি মাস বাঙালির স্মৃতিগাথা কেন?

ক. যুদ্ধ করার জন্য খ. শহীদ হওয়ার জন্য

গ. মায়ের ভাষার জন্য

ঘ. সুমধুর হওয়ার জন্য

iii. ১৪৪ ধারা ভঙ্গের কারণ-

ক. ঊর্দু ভাষার দাবিতে খ. পুলিশের গুলিবর্ষণ

গ. বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে

ঘ. মায়ের আদেশে

i. ভাষা আন্দোলন হয়েছিল-

ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৭১ সালে

. রাষ্ট্রভাষা বাংলা অর্জিত হয়-

ক. রক্তের বিনিময়ে খ. চুক্তির বিনিময়ে

গ. অর্থের বিনিময়ে ঘ. কথার বিনিময়ে

২. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসিয়ে উত্তরপত্রে লেখ : ১*৫=৫

শব্দ শব্দার্থ

দামাল অশান্ত

অহংকার অহমিকা

সমুদ্র বিশাল জলরাশি

পুষ্পমাল্য ফুলের মালা

শহিদ সত্য বা ন্যায়ের জন্য

যাঁরা জীবন দেন

গর্ব গৌরব

ক. শহীদ মিনারে শহীদদের জন্য---- অর্পণ করা হয়।

খ. ভাষা আন্দোলনে --- ছেলেরাই প্রতিবাদ করে।

গ. মা, মাতৃভাষা ও মাতৃভূমি আমাদের ---।

ঘ. --- পতনের মূল।

ঙ. নদীর চেয়ে --- সাঁতার কাটা সহজ।

৩. নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখ : ১ূ৫=৫

ষ্ট্র, ঙ্গ, দ্ধ, ব্ব, ণ্ঠ।

৪. নিচের প্রশ্নগুলো বুঝিয়ে উত্তর

লেখ : ৫*৩=১৫

ক. 'ভাষা' দিয়ে পাঁচটি বাক্য তৈরি কর।

খ. 'রক্তে লেখা ফেব্রুয়ারি গান' বলতে কী বোঝ?

গ. আমরা শহীদ মিনারে ফুল দিই কেন? ব্যাখ্যা কর।

৫. তোমার স্কুলের 'শহীদ মিনার'টির সংস্কারের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ। ৫

নিচের কবিতাংশটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও :

সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে,

মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে!

বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা,

ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ করিছে খেলা। [চলবে]

 

 

 

সর্বশেষ খবর