বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ভূগোল ও পরিবেশ

৩৫তম বিসিএস প্রিলিমিনারি

হামিদা আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।

১. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কী কী?

উত্তর : বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আদর্্রতা ও রারিপাত।

২. বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Hydrosphere

৩. উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?

উত্তর : মহাসাগর

৪. রাবিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?

উত্তর : মহাসাগর

৫. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে?

উত্তর : সাগর

৬. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?

উত্তর : শব্দ তরঙ্গ।

৭. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়?

উত্তর : ১,৪৭৫ মিটার।

৮. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?

উত্তর : ফ্যাদোমিটার।

৯. মহীসোপানের গড় প্রশস্ততা কত?

উত্তর : ৭০ কিমি

১০. মহীঢাল কত কিমি প্রশস্ত?

উত্তর : ১৬-৩২ কিমি

১১. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?

উত্তর : ম্যারিয়ানা খাত

১২. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?

উত্তর : বায়ুপ্রবাহ

১৩. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে?

উত্তর : ৯ বিলিয়নের উপরে।

১৪. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত?

উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি.

১৫. কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়?

উত্তর : ১৬৫০-১৯০০ সাল।

১৬. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত?

উত্তর : ১৯০০ বর্তমান।

১৭. শিশু কারা?

উত্তর : ০-১৮ বছর বয়সী।

১৮. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৩ ভাগে।

১৯. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?

উত্তর : মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন

২০. বর্তমানে (মার্চ, ২০১১) বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর : ১৪.৯৭ কোটি।

২১. প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর : ১,০১৫ জন।

২২. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?

উত্তর : দ্রুত বর্ধিষ্ণু

২৩. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?

উত্তর : ৪০%।

২৪. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?

উত্তর : ০.০৫ একর।

২৫. মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রয়োজন?

উত্তর : ৭ গ্যালন

২৬. ঢাকা শহরে দিনে কয় টন বর্জ্য নিচু খোলা জায়গায় ফেলা হয়?

উত্তর : ৯০০ টন।

 

 

 

সর্বশেষ খবর