বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

বাংলা সাহিত্য

১. 'আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে।'-কে বলেছেন?উত্তর : গগন হরকরা। ২. 'ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।' -কে বলেছেন?উত্তর : সুভাষ মুখোপাধ্যায়। ৩. 'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা'-বিখ্যাত এ গানটির রচয়িতা কে?উত্তর : দ্বিজেন্দ্র লাল রায়। ৪. "বাশারি আমার হারিয়ে গেছে বালুর চরে,কেমনে পশিব গোধন লইয়া গোয়াল ঘরে"-এটি কোন কবির রচনা?উত্তর : কবি জসীমউদ্দীন। ৫. 'আমি কিংবদন্তীর কথা বলছি।'-এর রচিয়তা কে?উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ। ৬. "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।"-এটি কোন কবির রচনা?উত্তর : কামিনী রায়। ৭. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়-পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।- লাইন দু'টি কোন কবির?উত্তর : সুকান্ত ভট্টাচার্যের। ৮. 'মধুর চেয়ে আছে মধুর সে আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি'-এ কবিতাংশের রচয়িতা কে?উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত। ৯. 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।'-এটি কোন কবির রচনা?উত্তর: হেলাল হাফিজ। ১০. 'জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।'-এটি কার রচনা?উত্তর : সিকান্দার আবু জাফর। ১১. 'জন্মই আমার আজন্ম পাপ।'-উক্তিটি কার?উত্তর: দাউদ হায়দার। ১২. "ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব।"-এটি কোন কবির কবিতাংশ?উত্তর : রফিক আজাদ।

সর্বশেষ খবর