বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ভূগোল ও পরিবেশ

৩৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

হামিদা আহমেদ, শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়।

৩৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

১. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৩ ভাগে।

২. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?

উত্তর : লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।

৩. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে?

উত্তর : লোহা ও কয়লা

৪. বাংলাদেশের অবস্থান লিখ?

উত্তর : ২০৩৪ - ২৬ন৩৮ উ. অক্ষরেখা এবং ৮৮ন০১- ৯২ন৪র১ পূর্ব দ্রাঘিমা রেখা।

৫. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর : কর্কট ক্রান্তি রেখা।

৬. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

উত্তর : ১২ নটিক্যাল মাইল।

৭. অর্থনৈতিক একান্ত অঞ্চল কত?

উত্তর : ২০০ নটিক্যাল মাইল

৮. সামুদ্রিক মালিকানা মহীসোপানের কোন অংশ পর্যন্ত?

উত্তর : শেষ অংশ।

৯. ১ নটিক্যাল মাইল= কত কিমি?

উত্তর : ১.৮৫২ কিমি

১০. মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ৩৫০ নটিক্যাল মাইল

১১. তাজিন ডং (বিজয়) এর উচ্চতা কত?

উত্তর : ১২৩১ মিটার।

১২. কোন সময়কে প্লাইস্টোসিনকাল বলে?

উত্তর : ২৫,০০০ বছর পূর্বের।

১৩. বরেন্দ্র ভূমির মাটি কেমন?

উত্তর : ধূসর ও লাল

১৪. বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত?

উত্তর : প্রায় ৭০০।

১৫. বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কত?

উত্তর : ২২,১৫৫ কিমি

 

 

 

সর্বশেষ খবর