বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পাঠ্যসূচিতে মান্না দে

পাঠ্যসূচিতে মান্না দে

আগামীকাল শুক্রবার কিংবদন্তি শিল্পী মান্নাদের প্রথম মৃত্যুবার্ষিকী৷ তবে এর আগেই তার সঙ্গীতজীবনকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়৷

মান্না দের মেয়ে-জামাই জ্ঞানরঞ্জন দেব প্রথম উদ্যোগী হয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন৷ গতকাল বুধবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই পরিকল্পনার কথা ফোন করে তাকে জানানো হয়৷

জ্ঞানরঞ্জন বলেন, 'এই খবরে আমরা দারুণ খুশি৷'

জানা যায়, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই হয়তো পাঠ্যক্রমে চলে আসবেন মান্না দে৷ উন্মুক্ত হতে চলেছে মান্নাকে নিয়ে গবেষণার ক্ষেত্রও৷ সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে 'মান্না দে গ্যালারি'টি আরও সমৃদ্ধ করার উদ্যোগ শুরু হয়েছে শিল্পীর পরিবার ও বিশ্বব্যিদালয়ের পক্ষে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, 'জ্ঞানরঞ্জন সম্প্রতি আমার কাছে এসেছিলেন দু'টি প্রস্তাব নিয়ে৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে একটি অধ্যায় মান্না দের উপর রাখার অনুরোধ করেছিলেন৷ আমরা সেই প্রস্তাব পেয়ে খুশি৷ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে৷'

বছর কয়েক আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের আর্কাইভে মান্না দে-র উপর একটি গ্যালারি তৈরি হয়েছে৷ সেই আর্কাইভটি আরও সমৃদ্ধ করার প্রস্তাবও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়েছিলেন জ্ঞানরঞ্জন। সেই মতো সেই গ্যালারি আধুনিকীকরণের বিষয়টি নিয়েও ভাবনা-চিন্তা শুরু হয়েছে৷

বিশ্ববিদ্যালয়ের পক্ষে মান্নার পরিবারের কাছে চাওয়া হয়েছে তার লেখাপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি৷

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর