শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

বাংলা মডেল টেস্ট

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখ।

এ দেশের কৃষকের মন এ দেশের মাটির মতোই নরম। তারা খুব পরিশ্রমী। ভোর না হতেই লাঙল-জোয়াল কাঁধে তারা মাঠে যায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কষ্ট করে তারা ফসল ফলায়। পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে। বাংলার মেয়েরাও ঘরে-বাইরে প্রচুর কাজ করে। তারা অবসর সময়ে নানা রকম শৌখিন জিনিস তৈরি করে। পাটের অাঁশ বিভিন্ন রঙে রাঙিয়ে তারা তৈরি করে নকশি শিকা। রঙিন সুতা দিয়ে তৈরি করে নকশি পাখা। সুচ ও সুতা দিয়ে সেলাই করে নকশি কাঁথা। কাঁথায় থাকে লতা-পাতা, ফুল, ধানের ছড়া, চাঁদ-তারা, পাখি ও নানা রকমের ছবি। এ দেশের কামার-কুমার মাটি দিয়ে নানা প্রয়োজনীয় জিনিস তৈরি করে। স্বর্ণকার তৈরি করে সোনার অলঙ্কার, চর্মকার বানায় জুতা, আর কামার তৈরি করে কৃষিকাজের যন্ত্রপাতি। কুমার গড়ে মাটির হাঁড়ি-পাতিল ও তৈজসপত্র। এছাড়া তৈরি করে পুতুল, মূর্তি ও পোড়ামাটির ফলক। প্রাচীনকাল থেকেই এখানকার মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। তাঁতিরা এখনো জামদানি, রেশমি ও সুতি কাপড় বোনে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১দ্ধ৫=৫

(i) অনুচ্ছেদটিতে মূলত কোনদিক প্রকাশিত হয়েছে?

(ক) প্রাচীন মানুষের কথা (খ) কৃষকের কাজের কথা,

(গ) নারীদের গুণের কথা (ঘ) বিভিন্ন পেশার কথা

(ii) অনুচ্ছেদটিতে কোন মানুষদের কথা বলা হয়েছে?

(ক) বাংলাদেশের গ্রামের (খ) বাংলাদেশের শহরের

(গ) একটি বিশেষ অঞ্চলের (ঘ) সমগ্র বাংলাদেশের

(iii) অনুচ্ছেদে কয়টি পেশার কথা বলা হয়েছে?

(ক) ৪টি (খ) ৫টি

(গ) ৬টি (ঘ) ৭টি

(iv) নিচের কোনটি শৌখিন জিনিস?

(ক) ধানের ছড়া (খ) সুতি কাপড়

(গ) নকশি কাঁথা (ঘ) নাগড়া জুতা

(v) কোনটিতে নানা রকম ছবি ফুটিয়ে তোলা যায়?

(ক) নকশি শিকায় (খ) নকশি পাখায়

(গ) নকশি কাঁথায় (ঘ) তৈজসপত্রে

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসিয়ে উত্তরপত্রে লেখ : ১দ্ধ৫=৫

শব্দ - শব্দার্থ

পরিশ্রমী - অনেক কাজ করে যে

সোনালি - সোনার মতো

শৌখিন - যা শখ মেটায়

নকশি - নকশা করা হয়েছে যাতে

তৈজসপত্র - বাসন-কোসন

অলঙ্কার - গহনা [ চলবে ]

সর্বশেষ খবর