শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান

৩৬৩. পচা ডিমের গন্ধের জন্য দায়ী

ক. ক্যালসিয়াম সালফেট

খ. কার্বন ডাই-অক্সাইড

গ. কার্বন মনোক্সাইড

ঘ. হাইড্রোজেন সালফাইড

উত্তরঃ ঘ

৩৬৪. এসিড/অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি.

ক. সালফার ডাই-অক্সাইড

খ কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রাস অক্সাইড

ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ ক

৩৬৫. অ্যামেনিয়াম সালফেট কি?

ক. একটি মিশ্রণ খ. একটি ক্ষার

গ. একটি লবণ ঘ. একটি এসিড

উত্তরঃ গ

৩৬৬. কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে-

ক. ২০ জুন ১৯৬৯

খ. ২১ জুলাই ১৯৬৯

গ. ২৫ জুলাই ১৯৬৮

ঘ. ২০ আগস্ট ১৯৬৯

উত্তরঃ খ

৩৬৭. প্রথম মহাকাশচারী? অথবা সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন, অথবা বিশ্বে প্রথম মহাশূন্য ভ্রমণকারীর নাম কি?

ক. নেইল আর্মস্ট্রং

খ. ইউরি আন্দ্রোপভ

গ. ইউরি গ্যাগারিন

ঘ. জনপে

উত্তরঃ গ

৩৬৮. কোন দেশ প্রথম রকেট আবিষ্কার করেন?

ক. যুক্তরাষ্ট্র

খ. রাশিয়া

গ. চীন

ঘ. জাপান

উত্তরঃ খ

৩৬৯. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? অথবা মহাশূন্য প্রথম কোন দেশ লাইকা নামক কুকুর পাঠায়?

ক. চীন

খ. রাশিয়া

গ. যুক্তরাষ্ট্র

ঘ. জাপান উত্তরঃ খ

৩৭০. কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়?

ক. ১৯৫৯ সালে

খ. ১৯৫৭ সালে

গ. ১৯৬১ সালে

ঘ. ১৯৬৩ সালে

উত্তরঃ খ

৩৭১. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-

ক. বাস

খ. মাউস

গ. স্ক্যানার

ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে

উত্তরঃ ক

৩৭২. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম -

ক. ইনপুট

খ. ডেটাবেস

গ. পাওয়ার সাপ্লাই

ঘ. আউটপুট

উত্তরঃ খ

৩৭৩. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত -

ক. স্মৃতি ও যুক্তিবর্তনী অংশের সমম্বয়ে

খ. গ্রহণমুখ ও নিয়ন্ত্রণ অংশের সমম্বয়ে

গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমম্বয়ে

ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমম্বয়

উত্তরঃ ঘ

৩৭৪. কম্পিউটার প্রতির দুটি প্রধান অংশ হচ্ছে -

ক. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ

খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ

গ. হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ

ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ

উত্তরঃ গ

৩৭৫. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় -

ক. মনিটর

খ. লজিক ইউনিট

গ. মার্দারবোর্ড

ঘ. কন্ট্রোল ইউনিট

উত্তরঃ গ

৩৭৬. নিচের কোনটি ডি.এন.এ -র নাইট্রোজেন বেস?

ক. গোয়ানিন

খ. ইউরাসিল

গ. পাইরিডক্সিন

ঘ. এ্যাসপারাজিন

উত্তরঃ খ

৩৭৭. পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে/ পৃথিবীর কোন বস্তুকে আকর্ষণ করলে তাকে বলে-

ক. আকর্ষণ

খ. অভিকর্ষ

গ. মহাকর্ষ

ঘ. বিকর্ষণ

উত্তরঃ খ

৩৭৮. কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-

ক. গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন

খ. গ্রহের মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণের জন্য

গ. নক্ষত্রের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

৩৭৯. মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?

ক. নিউটন

খ. আর্কিমিডিস

গ. গ্যালিলিও

ঘ. কেপলার

উত্তরঃ ক

[ চলবে ]

 

সর্বশেষ খবর