শিরোনাম
শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'বেশি পাশ করলেই শিক্ষার মান খারাপ নয়\\\'

\\\'বেশি পাশ করলেই শিক্ষার মান খারাপ নয়\\\'

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থী বেশি কৃতকার্য হলেই শিক্ষাব্যবস্থার মান খারাপ আর অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হলেই মান ঠিক আছে, এমন ধারণা সঠিক নয়।

আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশের জীববৈচিত্র্য: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা এখন বেশি প্রযুক্তি ব্যবহার করছে। কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে জ্ঞান অর্জন করছে। ফলে শিক্ষার্থীরা বেশি জানে। এ কারণে পাসের হারও বেশি।

তিনি আরও বলেন, অধিক পাসের হার নিয়ে সমালোচনা করা ভালো নয়, এতে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়বে । এ ধরনের সমালোচনায় শিক্ষকেরা অপমানিত ও অসম্মানিত হন বলে মনে করেন তিনি।

বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর