রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
ইসলাম ও নৈতিকা শিক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

কাজী মোহাম্মদ আলাউদ্দীন, সিনিয়র শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

[দ্রষ্টব্য : ডানপাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন।]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : (যে কোনো ৪০টি) ১*৪০=৪০

১. বাংলাদেশিরা যুগ যুগ ধরে কীসের বিরুদ্ধে লড়াই করে বেঁচে আছে?

ক. শত্রুর বিরুদ্ধে খ. স্বাভাবিক জীবন যাপনের জন্য

গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. দেশমাতৃকার জন্য

২. ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ কী?

ক. ভাই ভাই খ. স্বতন্ত্র

গ. এক ও অভিন্ন ঘ. ক+গ

৩. কোনটি শেখার ও জানার চাবিকাঠি?

ক. চেষ্টা ও শ্রম খ. অনুশীলন করা

গ. চেষ্টা ও পরিশ্রম ঘ. অনুধাবন করা

৪. ইসলাম ও নৈতিকতার শিক্ষা কী?

ক. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো

খ. সেবা-শুশ্রূষার কার্যক্রম থেকে দূরে থাকা

গ. অভাবী মানুষকে এড়িয়ে চলা

ঘ. মানবসৃষ্ট বিপর্যয় ঘটানো

৫. সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়াবলী কী কী?

ক. মসজিদ ও মন্দির খ. বিদ্যালয় ও হাসপাতাল

গ. রাস্তাঘাট ও বাড়িঘর ঘ. সবকয়টি

৬. কী আমাদের ভারসাম্য রক্ষা করে?

ক. ধন-দৌলত খ. প্রযুক্তি গ. পরিবেশ ঘ. সবকয়টি

৭. বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের এক চতুর্থাংশ নষ্ট হয়েছে কোন কারণে?

ক. মানবসৃষ্ট দুর্যোগের খ. লোনা পানির কারণে

গ. প্রাকৃতিক দুর্যোগে ঘ. গাছ কাটার ফলে

৮. আমরা কোনটি দূর করার মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব?

ক. সকল গ্রোত্রপ্রীতি ও বর্ণ খ. সকল নীতি ও আদর্শ

গ. সকল ধনসম্পত্তি ঘ. সকল দুর্নীতি ও বৈষম্য

৯. কোনটি ইসলামের শিক্ষা?

ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া

খ. শ্রমিকের কাজ শেষ হলে অনেক পরে তার পারিশ্রমিক দেওয়া

গ. আর্ত মানবতার সেবায় দাঁড়ানো ঘ. ক ও গ

১০. মানুষের জীবনে সবচেয়ে আপনজন কারা?

ক. পাড়া-প্রতিবেশী খ. মাতা-পিতা

গ. আত্মীয়-স্বজন ঘ. সৎ বন্ধু

১১. যুথী পঞ্চম শ্রেণির ছাত্রী, তাদের বাসায় তার সমবয়সী একটি কাজের মেয়ে কাজ করে। তার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত?

ক. তাকে বেশি করে কাজ করতে দিব

খ. ভুল করলে তাকে বকাবকি ও মারধর করব

গ. তাকে স্নেহ ও আদর করতে হবে

ঘ. তাকে অন্য কোথাও রেখে আসব

১২. কোনটি মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে?

ক. ধনসম্পত্তি খ. ধৈর্য গ. সততা ঘ. বুদ্ধিমত্তা

১৩. মানবজীবনে কী খুবই গুরুত্বপূর্ণ?

ক. ধন-দৌলত খ. ঘর-বাড়ি

গ. সুন্দর চরিত্র ঘ. সম্মান

১৪. মহানবি (সা.) কোথায় হিজরত করেছিলেন?

ক. কুফায় খ. তায়েফে গ. মদিনায় ঘ. মিসরে

১৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?

ক. ত্যাগ করেন খ. শাসন করেন

গ. ক্ষমা করেন ঘ. খুশি হন

১৬. 'মানুষ যা চেষ্টা করে তাই পায়'-এটি কার উক্তি?

ক. আরব মনীষীদের খ. ফেরেশতাদের

গ. আল্লাহর ঘ. মহানবি (সা.) এর

১৭. সেবার মূর্ত প্রতীক কে ছিলেন?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত ওমর (রা.)

গ. মহানবি (স.) ঘ. হজরত মুসা (আ.)

১৮. নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নাম কী?

ক. স্বদেশী আন্দোলন খ. দেশপ্রেম

গ. ইবাদত ঘ. হিজরত

১৯. আল্লাহ রাব্বুল আলামীন মহানবিকে কেন 'রাহমাতুল্লিল আলামীন' উপাধিতে ভূষিত করেছেন?

ক. তিনি জন্মভূমিকে ভালোবাসতেন বলে

খ. তিনি জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন বলে

গ. তিনি কাফেরদের নিকট নির্মমভাবে অত্যাচারিত হয়েছিলেন বলে

ঘ. তিনি সারাজীবন আল্লাহর সৃষ্টির প্রতি সদয় ও সৃষ্টির সেবা করে গেছেন বলে

২০. কীভাবে দেশের সেবা করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?

ক. ধনসম্পত্তি অর্জন করে

খ. পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় রোধ করে

গ. নিজের শরীর সুস্থ ও সবল রেখে

ঘ. শক্তি ও সাহস সঞ্চয় করে

২১. 'মায়ের পদতলে সন্তানের বেহেশত'-এটি কার বাণী?

ক. আল্লাহতায়ালার খ. মহানবি (স.) এর

গ. হজরত আলী (রা.) ঘ. হজরত মুসা (আ.) এর

২২. কোথাও কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের কী করা উচিত?

ক. সাহায্য করা খ. প্রতিবাদ করা

গ. নিশ্চুপ থাকা ঘ. এড়িয়ে যাওয়া

২৩. 'সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে' উক্তিটি কে করেছেন?

ক. হজরত ইবরাহীম (আ.) খ. মহানবি (স.)

গ. আল্লাহতায়ালা ঘ. আরব মনীষীগণ

২৪. হজরত বায়েজিদ বোস্তামী (রা.) কোথাকার অধিবাসী ছিলেন?

ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. সিরিয়া

২৫. কে তার রাষ্ট্রের সর্বস্তরে ন্যায় বিচার করতেন?

ক. হজরত ওমর (রা.) খ. মহানবি (স.)

গ. হজরত মুসা (আ.) ঘ. সবাই

২৬. কে সবকিছু দেখেন ও শোনেন?

ক. রাজা খ. সৃষ্টিকর্তা গ. পিতা-মাতা ঘ. নবিগণ

২৭. কে ছিলেন মানব জাতির পরম বন্ধু?

ক. হজরত ইবরাহীম (আ.) খ. হজরত ঈসা (আ.)

গ. আল্লাহতায়ালা ঘ. হজরত মুহাম্মদ (স.)

২৮. ইসলামের পথে চলার জন্য একজন ব্যক্তিকে সবার আগে কোন বিষয় সম্পর্কে জানতে হবে?

ক. আল্লাহর অস্তিত্ব খ. আল্লাহর গুণাবলি

গ. আল্লাহর নাম ঘ. নবি রাসূলগণের ওপর ইমান

২৯. পৃথিবীর সকল নীব ও রসুল আল্লাহর কী প্রচার করেছেন?

ক. ইসলামের বাণী খ. আল্লাহর তাওহিদ

গ. দুনিয়ার শান্তি ঘ. নিজস্ব মতবাদ

৩০. রিফাত তার দাদুর কাছে কবরের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করল। তার দাদু তাকে কবরের সওয়াল ও জওয়াব সম্পর্কে বললেন। কবরের সওয়াল কয়টি?

ক. ৩টি খ.৬টি গ. ৮টি ঘ. ৯টি

৩১. 'যে ক্ষমা করল, ঝগড়া-বিবাদ মীমাংসা করে দিল, তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে'-এটি করা উক্তি?

ক. হজরত ইবরাহীম (আ.) এর

খ. মহানবি (স.) গ. আল্লাহতায়ালা ঘ. আরবি মনীষীগণ

৩২. বান্দা নিজের কোন প্রকার ইবাদতের মাধ্যমে আল্লাহর বেশি নৈকট্য লাভ করে?

ক. সালাতের মাধ্যমে খ. সাওমের মাধ্যমে

গ. হজের মাধ্যমে ঘ. ইবাদতের মাধ্যমে

৩৩. কোনটির অনুপস্থিতিতে ইসলামের সরল সঠিক পথে চলা অসম্ভব?

ক. নবি-রসুলগণের প্রতি ইমান না আনলে

খ. আল্লাহ প্রতি ইমান না আনলে

গ. আল্লাহর গুণাবলি সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে

ঘ. আখিরাতে বিশ্বাস না করলে

৩৪. ইসলামের প্রতি জিনিসের মূল্য নির্ধারিত হয় কিসের উপর?

ক. ইমানের উপর খ. আখিরাতের ফলাফলের উপর

গ. আল্লাহর উপর ঘ. মহানবি (স.) এর উপর

৩৫. মহানবি (সা.) বলেছেন, 'তোমরা শিক্ষার জন্য চীন দেশ পর্যন্ত যাও', মহানবির এই কথায় উজ্জীবিত হয়ে আব্দুল কাদির জিলানী (র.) উচ্চশিক্ষার জন্য কোথায় রওনা হন?

ক. তায়েফে খ. চীনে গ. মদিনায় ঘ. বাগদাদে

৩৬. ভালো কাজের উৎসাহদাতা কী পরিমাণ সওয়াব পাবে?

ক. সম্পাদনকারীর সমান খ. সম্পাদনকারীর চেয়ে বেশি

গ. উৎসাহদাতা কোন সওয়াব পাবে না

ঘ. সম্পাদনকারীর চেয়ে কম

৩৭. আসলাম ঘুম থেকে ওঠে দেখল যে আসরের সালাতের সময় শেষ, সূর্য অস্ত যাচ্ছে, এমতাবস্থায় আসলামের করণীয় কী?

ক. তাৎক্ষণিক নামাজ আদায় করবে

খ. নিষিদ্ধ সময় হওয়াতে আসরের সালাত আদায় করবে না

গ. কাযা আদায় করবে

ঘ. কুরআন তেলাওয়াত করবে

৩৮. সর্বশেষ নবির নাম কী?

ক. হজরত মুসা (আ.) খ. হজরত ঈসা (আ.)

গ. হজরত মুহাম্মদ (স.) ঘ. হজরত দাউদ (আ.)

২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ : (যে কোনো ১০টি) ১*১০=১০

ক. আল্লাহর সব সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ ও -।

খ. মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয়-।

গ. আমাদের মহানবী (সা.) এর সারা জীবনই ছিল -উজ্জ্বল আদর্শ।

ঘ. পিতা-মাতার - আমরা দুনিয়াতে এসেছি।

ঙ. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে - দেয়।

চ. কবর হলো - প্রথম ধাপ।

ছ. নবি-রসুলগণ আল্লাহর সবচেয়ে -।

জ. আলো, বাতাস, পানি সবই আল্লাহর -।

ঝ. সবার আগে প্রয়োজন আল্লাহরতায়ালার অস্তিত্ব সম্পর্কে জানা ও -।

ঞ. ক্ষমা আল্লাহর একটি বিশেষ -।

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ১*১০=১০

ক. ইসলামের সরল সহজ পথে চলতে কোন বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান থাকা প্রয়োজন?

খ. মুমিন কে? গ. ওহি কী?

ঘ. আসমাউল হুসনা বলতে কী বুঝ?

ঙ. কীভাবে চরিত্র ভালো হয়? চ. মানুষ কেন অন্যায় করে?

ছ. রিসালাত বলতে কী বুঝ? জ. দেশপ্রেম বলতে কী বুঝ?

ঝ. সততা বলতে কী বুঝ?

ঞ. প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বুঝ? [চলবে]

 

 

সর্বশেষ খবর