শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জেনে নিই

১. সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ কোনটি?

ক. AB গ্রুপ খ. B গ্রুপ গ. O গ্রুপ ঘ. A গ্রুপ

২. মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি?

ক. হাত খ. পা

গ. হৃতপিন্ড ঘ. ত্বক

৩. টাইম জিরো বা জিরো আওয়ার কি?

ক. মহাকাশে মহাকাশযান পাঠানোর সময়কে বলে

খ. মহাবিশ্ব সৃষ্টির মুহূর্ত

গ. চাঁদে মানুষের পা রাখার মুহূর্ত

ঘ. পৃথিবীর একটি উপগ্রহের নাম

৪. আকাশের উজ্জলতম নক্ষত্র কোনটি?

ক. ধ্রুবতারা খ. লুব্ধক

গ. প্রক্সিমা সেন্টারাই ঘ. পুলহ

৫. হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?

ক. সুনামগঞ্জ খ. মৌলভীবাজার

গ. হবিগঞ্জ ঘ. সিলেট

৬. সাগর দ্বীপ বলা হয় কোন জেলাকে?

ক. পটুয়াখালী খ. পঞ্চগড়

গ. ভোলা ঘ. কঙ্বাজার

৭. কুষ্ঠ রোগ একটি

ক. ব্যাকটেরিয়াজনিত রোগ খ. ভাইরাসজনিত রোগ

গ. ছত্রাকজনিত রোগ ঘ. কোনটিই নয়

৮. স্ত্রী কিউলেঙ্ মশা যে রোগের জীবাণু বহন করে-

ক. ম্যালেরিয়া খ. ফাইলেরিয়া

গ. কালাজ্বর ঘ. ডেঙ্গুজ্বর

৯. টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি?

ক. নতুন টিস্যু উৎপাদন

খ. উন্নতমানের বীজ উৎপাদন

গ. উন্নতমানের জাতের উৎপাদন

ঘ. উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন

১০. গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন?

ক. ডারউইন খ. এস এম বোস

গ. মার্কনি

ঘ. স্যার জগদীশ চন্দ্র বসু

১১. হীরকের ভিতরে আলোক রশ্মির কি ঘটে?

ক. সাধারণ প্রতিফলন ঘটে

খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে

গ. পূণঃ পূণঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে

ঘ. প্রতিফলন ঘটে না

১২. মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় কোন রশ্মি?

ক. গামা ও এক্সে রশ্মি খ. বিটা ও গামা রশ্মি

গ. অতিবেগুনী ও গামা রশ্মি ঘ. আলকা ও বিটা রশ্মি

 

উত্তরমালা : ১.ক ২.ঘ ৩.খ ৪.খ ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.ক

 

 

সর্বশেষ খবর