বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

১. অটিজমের ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুর অনুপাত প্রায় কত?

ক. ১:২ খ. ১:৩ গ. ১:৪ ঘ. ১:৫।

২. দাঁত ও হাড় গঠনের জন্য যে খাদ্য উপাদানগুলো গুরুত্বপূর্ণ-

i. ক্যালসিয়াম ii. ভিটামিন ডি

iii. কার্বোহাইট্রেড।

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. অপুষ্টি জনিত রোগ কোনটি?

ক. ডায়রিয়া খ. ডিপথেরিয়া

গ. রিকেট ঘ. পোলিও।

৪. ত্বক ও চোখের সুস্থতার যে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

i. ভিটামিন এ ii. ভিটামিন বি

iii. ভিটামিন সি

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i,ii ও iii

৫. বাউন্ডারি সমান কত রান?

ক. ২ রান খ. ৪ রান গ. ৫ রান ঘ. ৬ রান।

৬. বয়ঃসন্ধি কালে ছেলেমেয়েদের খুব বেশি প্রয়োজন কি?

ক. পুষ্টিকর খাদ্য খ. স্নেহ

গ. ভালোবাসা ঘ. খেলাধুলা।

৭. পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যকে কি বলা হয়?

ক. উত্তম খাদ্য খ. সুষম খাদ্য

গ. আমিষ জাতীয় খাদ্য ঘ. তরল খাদ্য।

৮. গর্ভকালীন সময়ে অস্বস্তিকর লক্ষণদেখা যায়

i. ঋতুস্রাব বন্ধ হওয়া

ii. বমি ভাব/ বমি হওয়া iii. মাথা ঘোরা।

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i,ii ও iii

৯. মা ও শিশুর অপুষ্টির অন্যতম কারণ কোনটি?

ক. কুনংশকার খ. অজ্ঞতা

গ. শিক্ষার অভাব

ঘ. ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রস্রব।

১০. জন্মের পর পরই শিশুকে খাওয়াতে হয়-

ক. শাল দুধ খ. মধু গ. পানি ঘ. ফলের রস।

১১. ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জন্ম, সুস্বাস্থ্য ও বর্তমান প্রজন্মেও সার্বিক সুস্থতা নির্ভর করে?

ক. উন্নত স্বাস্থ্যসেবা খ. উন্নত চিকিৎসা

গ. উপযুক্ত শিক্ষা

ঘ. প্রজনন স্বাস্থ্যের উপর।

১২. ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয়-

ক. শৈশব খ. বাল্যকাল

গ. কৈশোর ঘ. নবজাতক।

১৩. বাল্যকাল ও যৌবনকালের মধ্যবতী সময়কে কি বলা হয়?

ক. শৈশব খ. প্রৌঢ়ত্ব

গ. কৈশোর ঘ. নবজাতক ।

১৪. ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকে কি বলা হয়?

ক. কৈশোর খ. যৌবন

গ. প্রৌঢ়ত ঘ. শৈশব ।

১৫. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন?

i. উচ্চতা ও ওজন বড়ে

ii. দৃঢ়তা আসে বুক ও কাঁধ চওড়া হয়

iii. স্বরভঙ্গ হয় স্বর মোটা হয়।

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i,ii ও iii

১৬. বয়ঃসন্ধি কালে মানসিক পরিবর্তন-

i. অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে

ii. স্বাধীনভাবে চলতে ইচ্ছে করে

iii. মানসিক পরিপক্বতার পর্যায় শুরু হয়।

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i,ii ও iii

১৭. কৈশোর কালকেই বলা হয়-

ক. প্রৌঢ়ত্ব খ. যৌবনকাল

গ. বয়ঃসন্ধি কাল ঘ. শৈশব।

১৮. হরমোন কী?

ক. রাসায়নিক পদার্থ খ. শ্লেষ

গ. উদ্ভিদজ প্রোটিন ঘ. অতিরিক্ত কোষ।

১৯. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়-

ক. ইস্ট্রোজেন খ. প্রজেস্টেরন

গ. টেস্টোস্টেরন

ঘ. ইস্ট্রোজেন ও প্রজে স্টেরন।

২০. বয়:সন্ধিকলে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়-

ক. প্রজেস্টেরন খ. টে স্টোস্টেরন

গ. ইস্ট্রোজেন ঘ. ব্যয়াম। [চলবে]

উত্তরমালা : ১.গ ২.ক ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.খ।

সর্বশেষ খবর