বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা-২০১৫

বাংলা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা-২০১৫

বাংলা-৪০

১. হুমায়ুন আজাদের গবেষণা গ্রন্থের নাম কি?

২. কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন?

৩. আল মাহমুদ কোন গ্রামে জন্মগ্রহন করেন?

৪. কার কথায় ফুল পাখিরা হেসে উঠল?

---দিঘিরা/ কবিরা/ জোনাকিরা/ রক্তজবার

৫. রোকনুজ্জামান খান কী নামে পরিচিত?

৬. 'ধান ভানলে কুঁড়ো দেবো' ছড়ার বইটির রচয়িতা কে?

৭. রোদে কে নাচে?---পানকৌড়ি/ চিল/ শ্যামাপাখি

৮. মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

৯. ক্ষীর, দই, ছানা, পায়েস ছিল বাঙালির--- অপ্রিয় কাবার/ প্রিয় খাবার/ নিত্য প্রিয় খাবার

১০. পাল মশায়ের 'পাল' শব্দটি কাদের উপাধি? ---বাংলার চিত্র শিল্পীদের/বাংলার মৃৎশিল্পীদের/ বিশেষণ বংশধর

১১. ১৯৯১ সালে কত বছর বয়সে মাদার তেরেসা বাংলাদেশে আসেন?---৮০/৮১/ ৭০/ ৭১ বছর

১২. কোথায় মাদার তেরেসা দীর্ঘ ১৭ বছর কাজ করেন?---লরেটো সিস্টার্সে/ সেন্টমেরি'জ স্কুলে/ মিশন্যারিজ অব চ্যারিটিতে

১৩. আবদুল্লাহ-আল মুতী শরফুদ্দিন কোথায় মৃত্যুবরণ করেন?

১৫. সচরাচর শব্দের অর্থ কি?

১৬. সংখ্যাবাচক শব্দ কত প্রকার---২/৩/৪/৫ প্রকার

১৭. '১৬' এর পূরণবাচক সংখ্যা কি?

১৮. দিরুক্ত শব্দ কত প্রকার?

১৮. 'নিয়ম' এর বহুবচন কি?

১৯. 'লোক' এর বহুবচন কি?

কারক ও বিভক্তি নির্ণয় কর (২০, ২১)

২০. হাসান বই পড়ছে। এখানে হাসান কোন কারক?

২১. ধর্মের কল বাতাসে নড়ে কোন কারকে কোন বিভক্তি?-মূখ্য/গৌণ/প্রযোজ্য-কর্তা।

২২. হাড়-হদ্দ বাগধারাটির অর্থ লিখ।

অনুবাদ কর:

২৩. Books are men’s best Companion in life. ---

২৪. Cut you cloth according to your cloth.

এক কথায় প্রকাশ কর :

২৫. যে পুরুষ বিয়ে করেছে-

২৬. যে ব্যক্তির দুই হাত সমান চলে-

২৭. পদ কত প্রকার? -৪/ ৫/ ৬/ ৭ প্রকার

লিঙ্গ পরিবর্তন কর :

২৮. গোয়াল-

২৯. লর্ড-

৩০. অনুচ্ছেদ লিখ: ইভটিজিং অথবা,

একজন আদর্শ শিক্ষার্থী ।

প্রস্তুতি ০১৭১৪৩৫৯৬৯২। যারা এ বছর পিএসসি পরীক্ষা দিয়েছ তাদের এখন থেকেই ক্যাডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

 

 

সর্বশেষ খবর