বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জেনে নিন

১. কচুশাকে মূল্যবান যে উপাদান থাকে তা হলো-

ক. ভিটামিন A খ. ভিটামিন C

গ. লৌহ ঘ. ক্যালসিয়াম

২. মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি-

ক. মস্তিষ্ক

খ. হাইপোথ্যালানাস

গ. পিটুইটারি গ্রন্থি ঘ. ত্বক

৩. উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-

ক. প্রায় ছয় ঘণ্টা

খ. প্রায় বার ঘণ্টা

গ. প্রায় চব্বিশ ঘণ্টা

ঘ. প্রায় ছত্রিশ ঘণ্টা

৪. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলে?

ক. সৌর দিন খ. সৌর বছর

গ. বার্ষিক গতি ঘ. বড় দিন

৫. সমুদ্র সৈকত ছাড়া পতেঙ্গা কোন ফসলের নাম?

ক. আম খ. আখ

গ. তরমুজ ঘ. কলা

৬. কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়?

ক. মাটি ক্ষয়রোধ করার জন্য

খ. মাটির অম্লতা হ্রাসের জন্য

গ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য

ঘ. জৈব পদার্থ বৃদ্ধির জন্য

৭. ইনকিউবেটরে মুরগির ডিম ফুটতে কত সময় লাগে?

ক. ২১ দিন খ. ২৮ দিন

গ. ২২ দিন ঘ. ৩০ দিন

৮. ধানের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?

ক. পানির মাধ্যমে

খ. বায়ুর মাধ্যমে

গ. পাখির মাধ্যমে

ঘ. কোনোটিই নয়

৯. গ্যালভানাইজিং হলো-

ক. লোহার ওপর জিংকের প্রলেপ

খ. লোহার ওপর এলুমিনিয়ামের প্রলেপ

গ. লোহার ওপর ক্যালসিয়ামের

প্রলেপ

ঘ. লোহার ওপর তামার প্রলেপ

১০. ডাক্তারি যন্ত্রপাতির জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়-

ক. ৭০% ইথানল ও ৩০% পানির মিশ্রণ

খ. ডেটল গ. মেনথল

ঘ. ৩০% ইথানল ও ৭০% পানির মিশ্রণ

১১. টিংচার আয়োডিন হলো-

ক. পানির মধ্যে আয়োডিন

খ. পটাশিয়ামের মধ্যে আয়োডিন

গ. অ্যালকোহলের মধ্যে আয়োডিন

ঘ. বেনজিনের মধ্যে আয়োডিন

১২. রেলওয়ে স্টেশন ত্যাগ করার সময় ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক-

ক. আসলের চেয়ে কম

খ. আসলের চেয়ে বেশি

গ. আসলের সমান হবে

ঘ. কোনোটিই নয়

উত্তরমালা : ১.গ ২.খ ৩.খ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক ১১.গ ১২.ক।

 

সর্বশেষ খবর