শিরোনাম
সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

১. বাংলাদেশের সরকারি নাম কি?

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২. জাতিসংঘ মহাসচিব বান কি মুন কোন তারিখে বাংলাদেশ সফর করেন?

উত্তর : ১ নভেম্বর ২০০৮, ২০১১ সালে। তা ছাড়া বান কি মুন আরও একবার বাংলাদেশ সফর করেন।

৩. সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের কোন সদস্য পদে বিজয়ী হয়েছে?

উত্তর : মানবাধিকার কাউন্সিল।

৪. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক প্রজাগণ' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তর : ৭নং অনুচ্ছেদে।

৫. মুসলিম দেশগুলোর অর্থনৈতিক জোট ডি-৮ গঠন করা হয় কবে?

উত্তর : ১৯৯৭ সালে।

৬. জাতীয় ক্রীড়া পুরস্কার '০৫ কতজনকে এ পুরস্কার দেওয়া হয়?

উত্তর : ১১ জন।

৭. ২০০৮ সালে বুকার পুরস্কার পান কে?

উত্তর : ভারতের অরবিন্দ আদিগার।

৮. তথ্যপ্রযুক্তি মহাসড়কে সাবমেরিন ক্যাবলস উদ্বোধন করা হয় কোন তারিখে?

উত্তর : ২১ মে '০৬

৯. সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন মন্ত্রণালয়ের অধীন?

উত্তর : ডাক ও টেলিযোগাযোগ।

১০. বুকার পুরস্কারের মূল্য হিসেবে আদিগার কি পরিমাণ অর্থ পান?

উত্তর : ৫০ হাজার পাউন্ড।

১১. এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত ফুট?

উত্তর : ২৯ হাজার ৩৫ ফুট।

১২. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় মানুষের পদচিহ্ন পড়েছিল কবে?

উত্তর : ১৯৫৩ সালে।

১৩. শেরপা আপ্পা প্রথম কবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

উত্তর : ১৯৮৯ সালে।

১৪. বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠন করে কবে?

উত্তর : ১৯৭২ সালে।

১৫. জিম্বাবুয়ের প্রেসিডেন্টের নাম রবার্ট মুগাবে। বিরোধীদলীয় নেতার নাম কি?

উত্তর : মুর্গান সাঙ্গিরাই।

১৬. জিম্বাবুয়ের রাজধানীর নাম কি?

উত্তর : হারারে।

১৭. জিম্বাবুয়ে ১৯৮০ সালে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?

উত্তর : ব্রিটেনের।

-শিক্ষা ডেস্ক

সর্বশেষ খবর