মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি  

বাগধারা - বাগবিধির প্রয়োগ

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

 

অক্ষর-পরিচয় (সামান্য বিদ্যা/বর্ণপরিচয়/বর্ণজ্ঞান)- আট বছর বয়স হতে চলল, এখনো ছেলের অক্ষয় পরিচয় হয়নি।

অগড়-বগড়, অগড়ম-বগড়ম (অর্থহীন বা আবোলতাবোল কথা/পাগলের প্রলাপ)- তখন থেকে কী অগড়ম-বগড়ম বকে যাচ্ছ?

অগতির গতি (নিরুপায়ের সহায়, অসহায়ের আশ্রয়)- এই ঘোর বিপদে তুমিই অগতির গতি।

অগত্যা মধুসূদন (অনন্যোপায় হয়ে, উপায়ান্তর না থাকায়)- তার অনুরোধ এড়াতে পারলাম না, অগত্যা মধুসূদন আর কি।

অগাকান্ত, অগারাম, অগাচণ্ডী (একেবারে নির্বোধ, নিরেট বোকা)- তার মতো অগারামকে দিয়ে এ কাজ হবে না।

অগা মেরে যাওয়া (বোকা হয়ে যাওয়া, অকর্মণ্য হয়ে যাওয়া)- ছেলেটা দিন দিন একেবারেই অগা মেরে যাচ্ছে।

অগ্নিগর্ভ (বলিষ্ঠ)- তার অগ্নিগর্ভ বক্তৃতায় সকলেই অনুপ্রাণিত হয়।

অগ্রপশ্চাৎ (আগপাছ/সবদিক)- অগ্রপশ্চাৎ ভেবে কাজ করলে সমস্যায় পড়তে হয় না।

অঘটন-ঘটন-পটীয়সী (যে স্ত্রীলোক অঘটন ঘটাতে পারে)- তার মতো অঘটন-ঘটন-পটীয়সী স্ত্রীলোকের পক্ষে সবই সম্ভব।

অঘাটে জল খাওয়া (ভুল বা বাজে জায়গায় কাজের চেষ্টা করা/বাজে কাজ, ভুল কাজ বা অনুচিত  কাজ করা)- অনেক অঘাটে জল খেয়ে এখন তার বুদ্ধি খুলেছে।

অঙ্গুলি-নির্দেশ/অঙ্গুলি-সংকেত (আঙ্গুল দিয়ে ইশারা বা নির্দেশ, নির্দেশ)- সমস্ত ঘটনাটা তারই অঙ্গুলি-সংকেতে ঘটেছে।

অজপাড়াগাঁ (একেবারে গ্রাম/গণ্ডগ্রাম)- তার মতো শহুরে লোক এই অজপাড়াগাঁয়ে এসে থাকতে পারবে?

অজুহাত দেখানো (তুচ্ছ এবং অপ্রকৃত কারণকে প্রকৃত কারণ হিসেবে দেখানো)- বাজে অজুহাত দেবার চেষ্টা করো না। তুমি যে সেদিন ইচ্ছে করেই আসনি সে তো বোঝাই যাচ্ছে।

অঞ্চলের নিধি (যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সন্তান)- তিনি অঞ্চলের নিধিটিকে চোখের আড়াল করতে চান না।

অড়বড় সড়বড় (অর্থহীন ও দ্রুত উচ্চারিত কথা)- অড়বড় সড়বড় করে কী যে বলল তার কিছুই বোঝা গেল না।

অতলে তলানো (ডুবে যাওয়া/হারিয়ে যাওয়া/বিস্মৃত হওয়া)- কত সম্ভাবনাময় তরুণ বিপথগামী হয়ে অতলে তলিয়ে গেছে তার ইয়ত্তা নেই।

অতিমানুষ, অতিমানব (অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ)- এ কাজ কেবল একজন অতিমানুষের পক্ষেই সম্ভব।

অথই জল (গভীর সংকট, ঘোর বিপদ)- বাবার হঠাৎ মৃত্যুতে ছেলেটা অথই জলে পড়েছে।

অদৃষ্টের পরিহাস (ভাগ্যের বিড়ম্বনা)- অদৃষ্টের পরিহাসে রাজা ফকির হয়েছেন।

অধঃপাতে যাওয়া (উচ্ছন্নে যাওয়া)- হাতে অতিরিক্ত টাকা পাওয়ার ফলেই ছেলেটা অধঃপাতে গেছে।

অধমে অধমে (মন্দের সঙ্গে মন্দে/খারাপের সঙ্গে খারাপে)- উত্তমে উত্তমে যেমন মেলে তেমনি মেলে অধমে অধমে।

অনভ্যাসের ফোঁটা (অনভ্যস্ত সৌভাগ্য)- গরিবের টাকা হয়েছে; এ তো অনভ্যাসের ফোঁটা- সইতে সময় লাগবে।     -শিক্ষা ডেস্ক

 

সর্বশেষ খবর