মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

প্রশ্ন:        যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?

                উত্তর: ভাব বিশেষণ।

প্রশ্ন:        উত্তম পুরুষের একবচনে দীন, অধম, সেবক,দাস, প্রভৃতি ব্যবহৃত হয় কী প্রকাশে?  উত্তর: বিনয় প্রকাশ।

প্রশ্ন:        কবিতার ক্ষেত্রে ‘আমার’ স্থলে কী হয়?  উত্তর: মম।

প্রশ্ন:        বিদেশি অব্যয় শব্দ কোনগুলো?

                উত্তর: বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। প্রশ্ন:     ‘রোগ হলে ঔষধ খাবে’ কোন অর্থে ভবিষ্যৎ অনুজ্ঞা?

                উত্তর: বিধান অর্থে।

প্রশ্ন:        খাঁটি বাংলা উপসর্গ কয়টি?  উত্তর: ২১টি।

প্রশ্ন:        ‘নিবৃত্তি’ শব্দটি ‘নি’ কোন প্রকার উপসর্গ?  উত্তর: সংস্কৃত উপসর্গ।

প্রশ্ন:        ‘পরাজয়’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?

                উত্তর: সংস্কৃত উপসর্গ।

প্রশ্ন:        ‘অঘরাম’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?

                উত্তর: খাঁটি বাংলা উপসর্গ।

প্রশ্ন:        ‘নিমরাজী’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?

                উত্তর: ফারসি উপসর্গ।

প্রশ্ন:        ‘হররোজ’ কোন উপসর্গের মাধ্যমে গঠিত? উত্তর: হিন্দি উপসর্গ।

প্রশ্ন:        গঠন অনুসারে বাংলা শব্দ কয় প্রকার?

                উত্তর: দুই প্রকার: মৌলিক ও  সাধিত।

প্রশ্ন:        অর্থমূলক শ্রেণীবিভাগ অনুসারে বাংলা শব্দ কয় প্রকার?

                উত্তর: তিন প্রকার: যৌগিক, রূঢ় বা রূঢ়ি এবং যোগরূঢ় শব্দ।

প্রশ্ন:        শব্দের অর্থ যদি প্রকৃত ও প্রত্যয় অনুযায়ী না হয়, তাহলে তাকে কোন শব্দ বলে?

                উত্তর: রূঢ়ি শব্দ।

                -শিক্ষা ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর