বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

অধ্যায় : (জীবনের  জন্য পানি)

১.            পৃথিবীতে যত প্রকার তরল পদার্থ আছে তার মধ্যে সহজলভ্য কোনটি?

                ক. পানি                খ. পারদ    গ. হাইড্রোজেন              ঘ. অক্সিজেন

                উত্তর : পানি

২.            ভূ-পৃষ্ঠ শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত?

                ক. ৭৫ ভাগ          খ. ৭০ ভাগ    গ. ৬০ ভাগ               ঘ. ৬৫ ভাগ

                উত্তর : ৭৫ ভাগ

৩.           মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে?

                ক. ৬০-৬৫          খ. ৬৫-৭৫     গ. ৫০-৬৫                  ঘ. ৬৫-৮৫

                উত্তর : ৬৫-৭৫

৪.            মাছ, মাংস, শাকসবজিতে প্রকৃতিতে শতকরা কত ভাগ পানি?

                ক. ৫০-৭০            খ. ৬০-৭০    গ. ৬০-৯০                   ঘ. ৫০-৬০

                উত্তর : ৬০-৯০

৫. বরফের গলনাঙ্ক কত?

                ক. ১০0   c          খ. ০0 c  গ. ১০০0  c      ঘ. ৮০c

                উত্তর : ০.0 

৭.            পৃথিবীতে যত পানি আছে তার শতকরা কত ভাগের উৎস সমুদ্র?

                ক. ৯০ ভাগ         খ. ৮০ ভাগ    গ. ৭০ ভাগ               ঘ. ৬০ ভাগ

                উত্তর : ৯০ ভাগ

৮.          কোন জলজ উদ্ভিদ পানি ও মাটিতে জন্মাতে পারে?

                ক. কলমি             খ. ধইঞ্চ  গ. পদ্ম                 ঘ. কুচুরিপানা

                উত্তর : কলমি

৯.           পানির স্কুটনাঙ্ক নিচের কোনটি?

                ক. ১০০èঈ          খ. ৯৮èঈ   গ. ১০èঈ       ঘ. ০èঈ

                উত্তর : ১০০èঈ   

১০. পানি কোন ধরনের পদার্থ?

                ক. উভধর্মী      খ. ক্ষারধর্মী     গ. এসিডধর্মী    ঘ. নিরপেক্ষ

                উত্তর : উভধর্মী

১১. বিশুদ্ধ পানির চঐ কত?        

                ক. ৮       খ . ৭       গ. ৬       ঘ. ৬.৫

                উত্তর : ৭

১২. কোন জলীয় দ্রবণ ক্ষারীয় হলে চঐ এর মান কত?

                ক. ৭ এর কম     খ. ৭ এর বেশি      গ.    ৭ এর সমান    ঘ. ৬ এর কম

                উত্তর : ৭ এর বেশি

[চলবে]

 

 

সর্বশেষ খবর