বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

১.            স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

                ক. ৫ সেমি   খ. ১০ সেমি     গ. ২৫ সেমি     ঘ. ৫০ সেমি

২.            রেটিনা যে সকল স্নায়ুতন্তু দ্বারা গঠিত তার নাম কী?

                ক. রড ও কোন খ. সিলিয়ারি

                গ. সাসপেন্সরী    ঘ. কোনোটিই নয়

৩.           বস্তু যত দূরে থাকে

                ক. বীক্ষণ কোণ তত ছোট হয়

                খ. প্রতিফলন কোণ তত ছোট হয়

                গ. প্রতিসরণ কোণ তত ছোট হয়

                ঘ. আপতন কোণ তত ছোট হয়

                নিচের চিত্র থেকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

                 

 

৪.            কোন স্তরে শিলাচূর্ণ থাকে?

                ক. X স্তরে             খ  Y স্তরে    

                গ. Z স্তরে             ঘ. Z স্তরের নীচে

৫.            সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো, এ মাটিতে

                ক. জৈব পদার্থ থাকে        খ. খনিজ উপাদান থাকে

                গ. শিলাচূর্ণ বিদ্যমান       ঘ. অণুজীব থাকে

৬.           জলবায়ুর পরিবর্তনের ফলে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে আবার কোন অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কমে কি সৃষ্টি করে?

              i. সাইক্লোন     ii.  ভূমিকম্প     iii. খরা

                নিচের কোনটি সঠিক?

                ক.  i   খ. ii  গ. iii     ঘ. i, ii ও iii

৭.            IPCC অর্থ নিচের কোনটি?

                ক.   Intergovernmental panel on climate change

                খ.  International Panel on climate change

                গ.  Intergovernmental Paper on climate

                ঘ. International Paper on climate change

 

৮.          নিচের কোনটি নিয়ন্ত্রণ ইউনিটের কাজ?

                ক. সমস্যা সমাধান             খ. তথ্য প্রদান

                গ. বিভিন্ন কাজের সমন্বয়   ঘ. তথ্য সংরক্ষণ

৯.           বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বার্তা সেকেন্ডের মধ্যে প্রেরণ ও গ্রহণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

                ক. ফ্যাক্স              খ. ই-মেইল   

                গ. ডায়োড          ঘ. কম্পিউটার

.               নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

                2N বলে একটি বস্তুকে ৪ মি/সে২ ত্বরণে মেঝেতে ছুঁড়ে দেওয়া হলো। বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল।

 

উত্তরমালা : ১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.গ ৯.খ।

 


সর্বশেষ খবর