রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক

(পূর্ব প্রকাশের পর)

১০.       বস্তুর ভর কত?

            ক. 200gm        খ.  400gm

            গ. 500gm         ঙ. 750gm

১১.       কোন বলের কারণে বস্তুটি থেমে গেল?

            ক. ঘর্ষণ বল        খ. মহাকর্ষ বল

            গ. চৌম্বক বল       ঘ. তাড়িত চৌম্বক বল

১২.       সাধারণত ব্যাটারির কয়টি অংশ থাকে

            ক. ১টি    খ. ২টি     গ. ৩টি    ঘ. ৪টি

১৩.      তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলে

            ক. তড়িৎ  প্রলেপন         খ. তড়িৎ মুদ্রণ

            গ. তড়িৎ বিশ্লেষ্য          ঘ. তড়িৎ বিশ্লেষণ

১৪.       ফ্যাক্স কত সালে আবিষ্কৃত হয়?

            ক. ১৯৪২ খ. ১৮৪২  গ. ১৮৫২  ঘ. ১৯৫২।

১৫.       অডিও সংকেতের উৎস নিচের কোনটি?

            ক. শব্দ    খ. তরঙ্গ         গ. বাতাস     ঘ. যন্ত্র

১৬.      কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে

            ক. সংখ্যা          খ. গণনাকারী  

            গ. ছবি             ঘ. চিহ্ন

১৭.       কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে?

            ক. মনিটর        খ. সিপিইউ

            গ. হার্ডওয়্যার   ঘ. সফটওয়্যার

১৮.      উদ্ভিজ আমিষ কোনটি?

            ক. মাছ     খ. মাংস      গ. দুধ      ঘ. ডাল।

 

উত্তরমালা :  ১০.গ ১১.ক ১২.গ ১৩.খ  ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ।

সর্বশেষ খবর