সোমবার, ১৬ মে, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলি. প্রস্তুতি

শামসুল আলম, বাংলা শিক্ষক, বিসিএস কনফিডেন্স

৩৭তম বিসিএস প্রিলি. প্রস্তুতি

১.   ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান কবে?

     ক) ১৯৪৮/২৩ ফেব্রুয়ারি খ) ১৯৪৮/২২ ফেব্রুয়ারি

     গ) ১৯৮৭/২৩ ফেব্রুয়ারি  ঘ) ১৯৪৮/২৮ ফেব্রুয়ারি

২.   পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় কবে?

     ক) ১৯৫৬ সালে     খ) ১৯৫২ সালে

     গ) ১৯৫৫ সালে     ঘ) ১৯৫৭ সালে

৩.   যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?

     ক) ৫৬ দিন        খ) ৬৬  দিন    

    গ) ৫০ দিন        ঘ) ৫ দিন

৪.   কত বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার ও নিপীড়ন থেকে স্থায়ী মুক্তির প্রত্যাশায় বাঙালিরা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেন—

     ক) ২৪ বছর   খ) ১০০ বছর  গ) ২০০ বছর    ঘ) ৫০ বছর

৫.   মুক্তিযুুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে?

     ক) ১১ এপ্রিল        খ) ১০ এপ্রিল 

     গ) ১৭ এপ্রিল         ঘ) কোনোটিই নয়

৬.   মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন—

     ক) এমএজি ওসমানী  খ) শেখ মুজিবুর রহমান

     গ) জিয়াউর রহমান   ঘ) কোনোটিই নয়

৭.   Police শব্দটি কোন ভাষা থেকে উত্পত্তি হয়েছে?

     ক) পর্তুগিজ ভাষা    খ) ল্যাটিন ভাষা

     গ) স্প্যানিশ ভাষা    ঘ) কোনোটিই নয়

৮.   কাদের সোর্ড অব অনার সন্মান প্রদান করা হয়?

     ক) সেনাবাহিনীর ক্যাডেটদের  

     খ) পুলিশদের  গ) আর্মিদের       ঘ) কোনোটিই নয়

৯.   বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?

    ক) আমগাছ   খ) কাঁঠাল গাছ

     গ) কোনোটিই নয়    ঘ) উভয়টি

১০.  শীতকালীন শস্যকে কী বলা হয়?

     ক) রবিশস্য   খ) খরিফ শস্য

     গ) উভয়টি    ঘ) কোনোটিই নয়

১১.  (I J S G) – International of Jute Study Group এর সদর দফতর কোথায় অবস্থিত?

     ক) ঢাকা             খ) স্কটল্যান্ড    

     গ) ভারত              ঘ) কোনোটিই নয়।

১২.  রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?

     ক) কক্সবাজারের রামু  খ) রাজশাহী

     গ) রংপুর    ঘ) কোনোটিই নয়।

১৩.  ১৯৭১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল—

     ক) ৭ কোটি        খ) ১০ কোটি    

     গ) ৫ কোটি        ঘ) কোনোটিই নয়।

১৪.  চাকমারা গ্রামকে কী বলে?

     ক) আদম          খ) বৈসাবী     

     গ) বিঝু           ঘ) কোনোটিই নয়।

১৫.  বাংলাদেশে কয়টি উপজাতি বাস করে?

     ক) ৪৫টি  খ) ৪১টি      গ) ৫১টি        ঘ) ২১টি

১৬.  সংবিধান সংশোধনের জন্য কী পরিমাণ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন?

     ক) ২/৩ অংশ      খ) ৩/২ অংশ  

     গ) উভয়টি         ঘ) কোনোটিই নয়।

১৭.  প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্পিকারের পদমর্যাদার স্থান কত তম?

     ক) ২য়       খ) ৩য়        গ) ৪র্থ         ঘ) ৫ম

১৮.  বাংলাদেশের সংবিধান কত পাতাবিশিষ্ট?

     ক) ৯৩ পাতা  খ) ১০৮ পাতা 

     গ) উভয়টি   ঘ) কোনোটিই নয়।

১৯.  হাজী শরীয়তউল্লাহ্ কত সালে মৃত্যুবরণ করেন?

     ক) ১৮৪০ সালে     খ) ১৭৮১ সালে

     গ) ১৮৮১ সালে     ঘ) ১৮৮০ সালে

২০.  বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙালির মধ্যে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কত তম?

     ক) ৪ তম    খ) ৫ তম  গ) ৯ তম    ঘ) ২০ তম

২১.  বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা - এর স্থপতি কে?

     ক) সিরাজুল ইসলাম   খ) মৃনাল হক

     গ) হামিদুজ্জামান     ঘ) নিতুন কুণ্ডু

২২.  মুসক দিবস কবে পালিত হয়?

     ক) ১০ জুলাই খ) ১৫ সেপ্টেম্বর

     গ) ১ জুলাই  ঘ) কোনোটিই নয়

২৩.  বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?

     ক) সাভারে   খ) চট্টগ্রামে

     গ) মংলা     ঘ) ইশ্বরদীতে

২৪.  বেসরকারি উদ্যোগে গঠিত শিল্পাঞ্চাল লাভ সিটি কোথায়?

     ক) পিরোজপুর খ) দিনাজপুর

     গ) ঢাকা     ঘ) নীলফামারী

২৫.  বাংলাদেশে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করে কতবার?

     ক) ৩ বার   খ) ৪ বার      

     গ) ৫ বার         ঘ) ৬ বার

২৬.  বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?

     ক) ৪১টি   খ) ৫১টি     গ) ৪৫টি       ঘ) ৪২টি

২৭.  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা কে?

     ক) রাশেদ খান মেনন       খ) অমল সেন

     গ) মুজাহিদুল ইসলাম       ঘ) সত্যেন সেন

২৮.  হীরালাল সেনের পৈতৃক নিবাস—

     ক) মানিকগঞ্জ  খ) কুমিল্লা

     গ) পাবনা    ঘ) মাদারীপুর

২৯.  BRAC প্রতিষ্ঠিত হয় কত সালে?

     ক) ১৯৮৩ সালে     খ) ১৯৯২ সালে

     গ) ১৯৮২ সালে     ঘ) ১৯৭৮ সালে

৩০.  নিচের কোন দেশটি BIMSTEC সদস্য দেশ নয়?

     ক) বাংলাদেশ  খ) ভারত

     গ) ইন্দোনেশিয়া ঘ) মিয়ানমার

৩১.  UN Coomen কত সালে প্রতিষ্ঠিত হয়?

      ক) ২০১১        খ) ২০১২ 

     গ) ২০১৩         ঘ) ২০১৪

৩২.  Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?

     ক) সমুদ্র অর্থনীতি    খ) সবুজ অর্থনীতি

     গ) বাজার অর্থনীতি   ঘ) বিশ্বায়ন

৩৩.  সিরাজাপের বর্তমান সদস্য দেশ কতটি?

     ক) ১টি    খ) ১৫টি     গ) ১৬টি       ঘ) ১৭টি

 

উত্তরমালা : ১.ক ২.ক ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.ক ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ ২১.ক ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.গ ৩১.ক ৩২.ক ৩৩.খ।

সর্বশেষ খবর