বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা : বাংলা দ্বিতীয়পত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক,আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

নবম-দশম শ্রেণির পড়াশোনা : বাংলা দ্বিতীয়পত্র

দ্বিতীয় অধ্যায় : চতুর্থ পরিচ্ছেদ : সন্ধি

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর :

১.   সন্ধি শব্দের অর্থ কী?  

     ক. বিধান   খ. দ্বন্দ্ব   

     গ. মিলন    ঘ. সংক্ষেপ

২.   সন্ধিতে কীসের মিলন ঘটে?  

     ক. অর্থের    খ. শব্দের                 

     গ. বর্ণের    ঘ. ধ্বনির

৩.   সন্ধির উদ্দেশ্য কী?   

     ক. শ্রুতিহীন শব্দ     খ. উচ্চারণে সহজপ্রবণতা               

     গ. বানান জানা     ঘ. বর্ণের পরিচয়

৪.   তৎসম সন্ধিতে কীসের মিলন ঘটে?

     ক. বর্ণের    খ. ধ্বনির                

     গ. শব্দের    ঘ. অর্থের

৫.   বাংলা সন্ধি কত প্রকার?

     ক. দুই খ. তিন           গ. চার ঘ. পাঁচ

৬.   স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে কোন সন্ধি হয়?

     ক. স্বরসন্ধি   খ. ব্যঞ্জন সন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. সংস্কৃত সন্ধি

৭.   স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে মিলিত হয়ে কোন সন্ধি হয়?   

     ক. স্বরসন্ধি   খ. ব্যঞ্জন সন্ধি      গ. বিসর্গ সন্ধি ঘ. সংস্কৃত সন্ধি

৮.   প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে, দুটি মিলে ঘোষ ধ্বনি কী হয়?

     ক. লুপ্ত হয়  খ. লুপ্ত হয় না      গ. দ্বিত্ব হয়  ঘ. দ্বিত্ব হয় না

৯.   হলন্ত ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে স্বরধ্বনিটি কী হয়?

     ক. লুপ্ত হয়   খ. লোপ পায় না             

     গ. দ্বিত্ব হয়  ঘ. দ্বিত্ব হয় না    

১০.  স্বরধ্বনিটির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি কী হয়?  

     ক. লুপ্ত হয়   খ. লুপ্ত হয় না      গ. দ্বিত্ব হয়  ঘ. দ্বিত্ব হয় না

১১.  বাংলা ভাষায় তৎসম সন্ধি কত প্রকার?

     ক. দুই    খ. তিন   গ. চার   ঘ. পাঁচ

১২.  অ কিংবা আ-কারের পর অ কিংবা আ-কার থাকলে উভয় মিলে কী হয়?

     ক. আ-কার   খ. ই-কার           

     গ. ঈ-কার   ঘ. এ-কার

১৩.  অ কিংবা আ-কারের পর ই কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে কী হয়?      

     ক. আ-কার   খ. ই-কার           

     গ. ঈ-কার   ঘ. এ-কার

১৪.  অ কিংবা আ-কারের পর উ কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে কী হয়?

     ক. আ-কার   খ. ই-কার           

     গ. ঐ-কার   ঘ. ও-কার

১৫.  অ কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?

     ক. আ-কার   খ. রের্ফ.-     

     গ. ই-কার   ঘ. এ-কার

১৬.  অ কিংবা আ-কারের পর এ কিংবা ঐ-কার থাকলে উভয় মিলে কী হয়?

     ক. এ-কার   খ. ঐ-কার           

     গ. ও-কার   ঘ. ঔ-কার 

১৭.  অ কিংবা আ-কারের পর ও কিংবা ঔ-কার থাকলে উভয় মিলে কী হয়?

     ক. এ-কার   খ. ঐ-কার           

     গ. ও-কার   ঘ. ঔ-কার 

১৮.  ই কিংবা ঈ-কারের পর ই কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে কী হয়?      

     ক. আ-কার   খ. ই-কার           

     গ. ঈ-কার   ঘ. এ-কার

১৯.  উ কিংবা ঊ-কারের পর উ কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে কী হয়?

      ক. উ-কার  খ. ঊ-কার           

     গ. ও-কার   ঘ. এ-কার

২০.  কোন সন্ধি কোনো নিয়মানুসারে হয় না?

     ক. স্বরসন্ধি   খ. ব্যঞ্জন সন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ।

 

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.ক ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.ঘ

সর্বশেষ খবর