বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা : ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান, সহকারী অধ্যাপক, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল।

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা : ইংরেজি দ্বিতীয়পত্র

আজ আমরা English Basic Grammar-এ গুরুত্বপূর্ণ উপাদান The Right Form of Verbs-এর কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করা হলো।

RULES OF RIGHT FORM  OF VERBS

Rules-6 : Just, already, recently, even, yet, now ইত্যাদি থাকলে Present Perfect Tense হয়। যেমন :

i. He recently (leave) the country.

Ans: He has recently left the country.

 ii. I just (finish) my work.

Ans: I have just finished my work.

Rules-7 : Can, could, may, might, should, would cÉf‡wZ Modal Auxiliary এরপর Verb Present রূপ হয়। যেমন :  I can (drive) car.

Ans: I can drive car. DwÍÏwLZ Auxiliary Vবত্ন এরপর অতিরিক্ত  “be” থাকলে তখন ব্রাকেটের Verb টি Past Participle হয়। যেমন :

The story should be (write).

Ans: The story should be written.

Rules-8 : Be + to এবং Have + to এরপর Verb Present রূপ হয়। যেমন :

i. I am to (go) to Dhaka.

Ans: I am to go to Dhaka.

ii. You have to (do) the work.

Ans: You have to do the work.

Rules-9 : shall/will এরপর Verb Present রূপ হয়। যেমন :

He will (do) it according to my advice. Ans: He will do it according to my advice.

কিন্তু shall+ be ev will+ be এরপর Sentence wU active voice এ থাকলে তা Future Continuous  এর গঠনানুসারে Verb এর সঙ্গে রহম যোগ করতে হয়। যেমন :

I shall be (to do) the work.

Ans: I shall be doing the work.

আবার Sentence টি passive voice এ  থাকলে Verb টি Past Participle হয়। যেমন :

The book will be (write) immediately.

Ans: The book will be written immediately.

Rules-10 : নিকটতম ভবিষ্যৎ বুঝাতে present continuous tense ব্যবহৃত হয়। যেমন :

He (go) to buy a television.

Ans: Hi is going to buy a television.

Rules-11 : Can n’t but/could n’t but এরপর Verb Present রূপ হয়। যেমন :

 He can n’t but (do) it.

Ans: He can n’t but do it. কিন্তু can not help, could not help এরপর ব্রাকেটের ঠবত্ন রহম যুক্ত হয়। যেমন :

He can n’t help (do) it.

Ans: He can n’t help doing it.

Rules-12 :  Do ev does নিজে যখন Sentence এ অর্থ প্রকাশ করে তখন মূল ঠবত্ন হিসেবে ব্যবহৃত হয়। যেমন : He (do) the work willingly.

Ans: He does the work willingly.

আবার Do ev does Sentence এ নিজের অর্থ প্রকাশ না করে Verbকে সহয়তা করতে ব্যবহৃত হয়। যেমন : I do n’t (feel) you any way. Ans: I do n’t feel you any way.

note : কোনো Verb এর কার্যকারিতা অধিকতর গুরুত্বপূর্ণ করতে বা জোর দেওয়া বুঝাতে (make more important) do অন্য verb এর পূর্বে modal হিসেবে ব্যবহৃত হয়। যেমন : I do (love) my mother. Ans: I do love my mother.

সর্বশেষ খবর