বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

[পূর্ব প্রকাশের পর]

 

৩৪.  গ্রিন পিস (Green peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

     ক. হল্যান্ড     খ. পোল্যান্ড

     গ. ফিনল্যান্ড  ঘ. নিউজিল্যান্ড

৩৫.  মেগাসিটির তালিকায় ঢাকার অবস্থান?

     ক. ১০ তম     খ. ১১ তম   

     গ. ১২ তম     ঘ. ১৩ তম

৩৬.  ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কে?

     ক. হামেস রুদ্রিগুয়েজ (কলম্বিয়া

     খ. টমাস মুলার (জার্মানি)

     গ. লিওনেল মেসি (আর্জেন্টিনা ঘ. নেইমার (ব্রাজিল)

৩৭.  কোন ফুটবলার ব্যালন ডি অর - ২০১৪ জিতেছেন?

     ক. নেইমার  খ. ইনিয়েস্তা

     গ. ক্রিশ্চিয়ানো রোনালদো    

     ঘ. লিওনেল মেসি

৩৮.  টুইটার (Twitter) বাংলা ভাষা চালু করে?

     ক. ১৭ আগস্ট ২০১৪

     খ. ১৮ আগস্ট ২০১৪

     গ. ১৯ আগস্ট ২০১৪

     ঘ. ২০ আগস্ট ২০১৪

৩৯.  জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?

     ক. ম্যাপল    খ. দেবদারু

     গ. জলপাই   ঘ. তাল

৪০.  জলপাই গাছ কিসের প্রতীক?

     ক. বেদনার   খ. শান্তির   

     গ. দুঃস্বপ্নের  ঘ. আনন্দের

৪১.  ওয়াটার লু’ ও যুদ্ধে বিজয়ী সেনাপতি কে?

     ক. ডিইক অব ওয়েলিংটন    

     খ. নেপলিয়ন গ. লর্ডনেলসন  ঘ. আইগেন হাওয়ার

 

উত্তরমালা : ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.গ ৩৮.গ ৩৯.গ ৪০.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর