শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শামসুল আলম, বাংলা শিক্ষক, বিসিএস কনফিডেন্স

১.   ‘বিজয়া’ কোন গ্রন্থের চরিত্র?

ক. দত্তা      খ. শ্রীকান্ত   

গ. গৃহদাহ    ঘ. পরিণীতা।

২.   বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে?

ক. ড. নীলিমা ইব্রাহিম খ.আখি চৌধুরী

গ. আনোয়ার পাশা  

ঘ. শহীদুল্লাহ কায়সার।

৩.   মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?

ক. রজনী   খ. নববিধান 

 গ. পদ্মরাগ       ঘ. প্রেমের সমাধী

৪.   আনোয়ারা উপন্যাসটি কত সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯৫২ সালে     খ. ১৮৯৯ সালে

গ. ১৯৩০ সালে     ঘ. ১৯১৪ সালে।

৫.   মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য–

ক. এয়াকুব আলী চৌধুরী    

খ. শেখ ফজলুল হক

গ. কাজী আব্দুল ওদুদ ঘ. কায়কোবাদ

৬.   কবর কবিতায় কয়টি পঙক্তি রয়েছে?

ক. ১১৮টি     খ. ১৩২টি    

  গ. ৯৬টি       ঘ. ১০২টি

৭.   নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?

ক. অশ্রুমালা  খ. রূপচ্ছন্দা

গ. কল্পরেখা  ঘ. আনারকলি

৮.   ‘খেয়াপারের তরণী’ কবিতার কবি হচ্ছেন—

ক. গোলাম মোস্তফা  

খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ ঘ. সানাউল হক

৯.   সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান—

ক. ১৯৮০     খ. ১৯৮১    

গ. ১৯৭৬     ঘ. ১৯৮৩

১০.  শাস্তি রবীন্দ্রনাথ রচিত একটি—

ক. উপন্যাস   খ. ছোটগল্প   

গ. প্রবন্ধ     ঘ. কাব্যগ্রন্থ

১১.  নিচের কোন জন কবি নন?

ক. মহাশ্বেতা দেবী

খ. তসলিমা নাসরিন

গ. ড. হরগোপাল বিশ্বাস   

ঘ. সুনীল কুমার নন্দী

১২.  সই কে শুনাইল শ্যাম নাম পদটির রচয়িতা কে?

ক. চন্ডীদাস        খ. জ্ঞানদাস 

গ. গোবিন্দ দাস        ঘ.দ্বীজ চন্ডীদাস

১৩.  মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?

ক. মনসামঙ্গল       খ. চন্ডীমঙ্গল 

 গ. শীতলামঙ্গল     ঘ. পদাবলী

১৪.  বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?

ক. শাহ মুহম্মদ সগীর খ. সাবিরিদ খান

গ. শেখ ফয়জুল্লাহ    ঘ. মুহম্মদ কবীর

১৫.  নদের চাঁদ কোন গীতিকার নায়ক—

ক. মহুয়া     খ. মলুয়া 

গ. দেওয়ানা মদিনা  ঘ. কাজল রেখা

১৬.  সর্বপ্রথম চর্যাপদ প্রকাশিত হয় কত সালে?

ক. ১৯১৬ সালে     খ. ১৯০৭ সালে 

গ. ১৯২৬ সালে     ঘ. ১৯২৭ সালে

১৭.  তাল কাটা গান শুনতে ভালো লাগে নাকি? এখানে, কাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে।

ক. ছন্দপতন        খ. ক্ষত    

 গ. ছোবল           ঘ. নষ্ট

১৮.  বন এর প্রতিশব্দ নিচের কোনটি নয়?

ক. অটবি            খ. উনানী  

গ. অরণ্য    ঘ. বিজুরি

১৯.  নিচের কোনটি শুদ্ধ বানান নয়?

ক. স্বতঃস্ফুর্ত       খ. পুনঃপুন

 গ. নিঃশব্দ         ঘ. দুঃসহ

২০.  নিচের কোনটি সঠিক নয়-

ক. অহন্ + অহন্ = অহরহঃ 

খ. অহঃ + অহঃ =অহরহঃ

গ. নীঃ + পতি = নীর্পতি        

ঘ. অহ + নিশ = অহর্নিশ

২১.  ময়না পাখি কথাবলে— এটি কোন ধরনের পদ?

ক. শ্রেণিবাচক বিশেষ্য  খ. সংজ্ঞাবাচক বিশেষ্য

গ. সমষ্টিবাচক বিশেষ্য       ঘ. কোনটিই নয়

২২.  জগতে অসম্ভব বলে কিছু নেই?

ক. সরল বাক্য      খ. জটিল বাক্য 

গ. মিশ্র বাক্য       ঘ. যৌগিক বাক্য

উত্তরমালা : ১.ক ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.ক ১০.খ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.ক।

সর্বশেষ খবর