সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

শিক্ষা ডেস্ক

১.         নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে?

            উত্তর: সিঙ্গাপুর

২.         বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?

            উত্তর : এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র)

৩. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে?

            উত্তর: পাবলো ক্যাসালস (স্পেন)

৪. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?

            উত্তর: ফ্রোয়েবল

৫.         কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয়?

            উত্তর: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে

৬. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীর নাম কি?

            উত্তর : হযরত আলী (রাঃ)

৭.         বাংলাদেশের সংবিধান কি ধরনের?

            উত্তরঃ  লিখিত সংবিধান ।

৮.        মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?

            উত্তর:  শেখ মুজিবুর রহমান

৯.         আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?

            উত্তর :  রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।

১০.       ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে?

            উত্তর:  স্যার সৈয়দ আহমাদ খান।

১১.       বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

            উত্তর: ফখরুদ্দিন মুবারক শাহ্।

১২.       আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

            উত্তর:  নেদারল্যান্ডের হেগ শহরে।

১৩. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?

            উত্তর:  গ্রীসে।

১৪.       দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে কতটি?

            উত্তর : ২৩টি।

১৫. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?

            উত্তর : ১৯৬১ সালে।

১৬.      বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?

            উত্তর : চট্টগ্রামে।

১৭.       গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে?

            উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

১৮.      ইসরাইলের রাজধানীর নাম কি?

            উত্তর : জেরুজালেম।

১৯.       সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কি ছিল?

            উত্তর : বাথ পার্টি।

২০.       সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কি?

            উত্তর : জানজাবিদ।

২১.       আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?

            উত্তর : বিসমার্ক।

২২. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে?

            উত্তর : ১৯৯৯ সালে।

২৩.       ইসরায়েলের পার্লামেন্টের নাম কি?

            উত্তর: নেসেট

২৪. ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?

            উত্তর: জিব্রাল্টার

২৫.       কেপভার্দের রাজধানীর নাম কি?

            উত্তর: প্রেইরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর