Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ০০:০৪
জেএসসি পরীক্ষার প্রস্তুতি
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
জেএসসি পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরণ মাঝি, সাবেক শিক্ষক

ড. মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

 

প্রস্তুতি চতুর্থ অধ্যায়

১.         প্রজননতন্ত্রের বিভিন্ন রোগ হলো—

            i. সংক্রামন রোগ  ii. যৌন রোগ ররর. যক্ষ্মা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২.         একজন মানুষের যৌবনে অভিশিক্ত হওয়ার সময় কোনটি?

            ক. বয:সন্ধির আগে  খ. বয:সন্ধির পরে

            গ. শৈশবে               ঘ. কৈশরে

৩.        প্রজনন স্বাস্থ্য হচ্ছে মানুষের সার্বিক স্বাস্থ্যের একটি—

            ক. অঙ্গ  খ. মাধ্যম   গ. অংশ  ঘ. বিকাশ

৪.         সন্তান জন্মদানের প্রক্রিয়া হচ্ছে—

            ক. জনন   খ. প্রজনন   গ. যৌন  ঘ. যৌবন

৫.         প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত—

            ক. স্নায়ুতন্ত্র         খ. রেচনতন্ত্র

            গ. পৌষ্টিকতন্ত্র    ঘ. প্রজননতন্ত্র

৬.        মেয়েদের সন্তান জন্মদানের পরিণিত বয়স কত?

            ক. ১০বছর        খ. ২০বছর

            গ. ১৫বছর         ঘ. ১৮বছর

            অমল অষ্টম শ্রেণীতে পড়ে। সে লক্ষ্য করল দিন দিন তার শারীরিক ও মানসিক নানা পরিবর্তন হচ্ছে। যেমন; শারীরিকভাবে অনেক শক্তিশালী হওয়া ও অনেক বিষয় মানিয়ে নেওয়া বা বুঝার ক্ষমতা ও বেড়েছে।

            উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।

৭.         অমল এখন বয়েসের কোন স্তরে আছে?

            ক. শৈশব খ. যৌবন গ. প্রৌঢ়ত্ব ঘ. কৈশোর

৮.        পরবর্তীতে অমল বয়সের কোন স্তরে অভিষিক্ত হবে?

            ক. কৈশোর         খ. বয়:সন্ধিকাল 

            গ. যৌবনে          ঘ. প্রৌঢ়ত্ব                                                         

৯.         প্রজনন স্বাস্থ্যের উপর নির্ভর করে—

            i. প্রজন্মের নিরাপদ জন্ম

            ii. প্রজন্মের নিরাপদ সুস্বাস্থ্য  

            iii. প্রজন্মের নিরাপদ বৃদ্ধি                                                                                 

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১০.       মেয়েদের মাসিক শুরুর স্থায়িত্বকাল কত?

            ক. ২-৩দিন        খ. ৩-৫দিন

            গ. ৪-৫দিন         ঘ. ৫-৭দিন

১১.       আইনের দৃষ্টিতে ছেলেদের বিয়ের বয়স সর্বনিন্ম কত?     

            ক. ১৮বছর        খ. ২০বছর

            গ. ২১ বছর        ঘ. ২৩ বছর 

১২.       বাংলাদেশে বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কত?                      

            ক. ১৮ বছর       খ. ১৯ বছর

            গ. ২০ বছর        ঘ. ২১ বছর

১৩. ছেলেদের বীর্যপাত ঘটলে, তার জন্য উপকারী হবে—

            i. নিয়মিত খেলাধুলা করা

            ii. নিয়মিত ঘুমানো

            iii. ডাক্তারের দেয়া ঔষধ সেবন করা

            নিচের কোনটি সঠিক? 

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii                                    

১৪. ঘনঘন সন্তান নিলে মা ও শিশুর জীবন—

            ক. সুখকর হয়     খ. দুঃখের হয় 

গ. অনন্দের হয়    ঘ. ঝুঁকিপূর্ণ হয়

১৫. ছেলেমেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুসম বিকাশ হয় কখন?

            ক. কৈশোরে        খ. যৌবনে 

            গ. বয়:সন্ধিকালে             ঘ. প্রৌঢ়ত্বে

১৬. মেয়েদের মাসিক হলে কোনটি খেতে হবে?

            ক. প্রচুর পানি     খ. ফলমূল 

            গ. ভিটামিন        ঘ. ঔষধ 

১৭. শৈশব-কৈশোরে পর্দাপন কালে পরিবর্তন ঘটে—

            i. শারীরিক    ii. মানসিক   iii. বৈষয়িক                                                        

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii                                  

১৮.  মাসিকের অন্য নাম কী ?

            ক.বীর্যপাত         খ. ঋতুস্রাব 

            গ. রক্তস্রাব         ঘ. ডিম্বাণুপাত                 

১৯. অল্প বয়সের গর্ভধারণের পরিণতি কী?              i. মানসিক ও শারীরিক জটিলতায় ভোগা                            

            রর. সদ্যোজাত শিশুটির জীবনও ঝিঁকপূর্ণ

            ররর. পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্থ হওয়া

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২০.       ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে কখন?

            ক. শৈশবের সময় খ. যৌবনের সময়

            গ. বয়:সন্ধিকাল থেকেই   

            ঘ. যৌবনের পরে।

 

উত্তর : ১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.খ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.ক  ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ।

এই পাতার আরো খবর
up-arrow