রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী

 

১.   বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলটি অবস্থিত—

     ক. জাপানে  

     খ. সংযুক্ত আরব আমিরাতে

     গ. কাতারে   ঘ. ওমানে

২.   ‘অগ্নি-৫’ কোন দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র?

     ক. মিসর    খ. ভারত

     গ. রাশিয়া    ঘ. ইসরায়েল

৩.   ‘রাফাহ সীমান্ত’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

     ক. ভারত-পাকিস্তান

     খ. চীন-আফগানিস্তান

     গ. মিসর-ফিলিস্তিন

     ঘ. লিবিয়া-মিসর

৪.   ব্লগ কি?

     ক. অনলাইন জার্নাল বা ওয়েবসাইট

     খ. অনাকাঙ্ক্ষিত মেইল

     গ. সামাজিক যোগাযোগ মাধ্যম

     ঘ. ফ্রি ওয়েব মেইল

৫.   মানব উন্নয়ন রিপোর্ট ২০১৩ অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

     ক. রাশিয়া    খ. সুইজারল্যান্ড

     গ. কাতার    ঘ. চীন

৬.   ২০২২ ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

     ক. আর্জেন্টিনা   খ. স্পেন

     গ. ইংল্যান্ড   ঘ. কাতার

৭.   সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি?

     ক. উইলিস টাওয়ার

     খ. কনকর্ড টাওয়ার

     গ. লুইস টাওয়ার

     ঘ. উর্টজন টাওয়ার

৮.   বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়?

     ক. ১৪ সেপ্টেম্বর

     খ. ২০ অক্টোবর

     গ. ২ নভেম্বর

     ঘ. ২২ ডিসেম্বর

৯.   ‘মিগ-২১’ কোন দেশের যুদ্ধবিমান?

     ক. চীন      খ. উ. কোরিয়া

     গ. জাপান    ঘ. রাশিয়া

১০.  ইন্টারপোলের সদর দফতর অবস্থিত—

     ক. লন্ডনে    খ. প্যারিসে

     গ. লিওঁ, ফ্রান্স      ঘ. জেনেভায়

১১. ‘OIC’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?

     ক. ৪৫টি     খ. ৫১টি

     গ. ৫৭টি     ঘ. ৬৩টি

১২.  জাতিসংঘের বর্তমান সদস্য কত? [উইকিপিডিয়ার তথ্য]

     ক. ১৯০টি    খ. ১৯৩টি

     গ. ১৯৫টি    ঘ. ১৯২টি

১৩. হুগো শ্যাভেজ কত তারিখে মারা যান?

     ক. ১৫ জানুডারি ২০১৩

     খ. ২৭ ফেব্রুয়ারি ২০১৩

     গ. ৫ মার্চ ২০১৩

     ঘ. ২০ এপ্রিল ২০১৩

১৪.  ‘হুগো শ্যাভেজ’ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

     ক. কিউবা    খ. ভেনিজুয়েলা

     গ. বলিভিয়া ঘ. পেরু

 

উত্তরমালা : ১.খ ২.খ ৩.গ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.খ ১৩.গ ১৪.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর