সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শামসুল আলম

চেয়ারম্যান, এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন

 

সাধারণ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি

১.   ট্রানজিস্টর প্রথম কবে আবিষ্কৃত হয়?

     ক. ১৯৪৮ সালে     খ. ১৯২৬ সালে

     গ. ১৮৯৬ সালে     ঘ. ১৮৯৫ সালে।

২.   ECG এর পূর্ণনাম—

     ক. Electrocardiogram

     খ. Endoscopy.

     গ. Magnetic Resonance Imaging.

     ঘ) কোনটিই নয়।

৩.   AIDS সর্ব প্রথম কোথায় এবং কবে চিহ্নিত হয়?

     ক. ১৯৮১, America খ. ১৯৮১, Africa

     গ. ১৮৯১, অmerica ঘ. কোনটিই নয়।

৪.   সাইক্লোন শব্দটি এসেছে—

     ক. গ্রিক শব্দ, kyklos.    

     খ. জাপানি শব্দ, শুশষড়ং.

     গ. কোনটিই নয়।

     ঘ. উভয়টি।

৫.   জলভাগের পরিমাণ বেশি—

     ক. উত্তর গোলার্ধে    খ. পশ্চিম গোলার্ধে

     গ.  দক্ষিণ গোলার্ধে   ঘ. পূর্ব গোলার্ধে।

৬.   ফসফরিক এসিডের সংকেত কোনটি?

     ক. H2So4   খ. H3Po4

     গ. NH4No3 ঘ. কোনটিই নয়।

৭.   H2Co3 (কার্বোনিক এসিড)

     ক. সবল এসিড খ. দুর্বল এসিড

     গ. কোনটিই নয়     ঘ. উভয়টি।

৮.   নিচের কোনটি পানি আপেক্ষা হালকা—

     ক. Na    খ. K   গ. Al    ঘ. কোনটিই নয়।

৯.   পটাশ এলাম এর সংকেত কোনটি-

     ক) Al2(SO4)3 18H2o

     খ) Al2(SO4)3  K2So4.24H2o

     ঘ) Zn SO4. 7 H2o     

     ঘ) কোনটিই নয়।

১০.  ঈঝে পদ্ধতিতে দীপন ক্ষমতার একক কোনটি?

     ক. Candela 

     খ. Candela Power (CP).

     গ. কোনটিই নয়     ঘ. উভয়টি।

১১.  সুপার রাইস বা গোল্ডেন রাইস এ কোন ভিটামিন বিদ্যমান?

     ক. ভিটামিন বি খ. ভিটামিন এ

     গ. ভিটামিন সি ঘ. কোনটিই নয়।

১২.  স্থায়ী কলার কাজ—

     ক. খাদ্য উৎপাদন    খ. সঞ্চয়

     গ. দৃঢ়তা প্রদান     ঘ. সবগুলোই।

১৩.  বায়োগ্যাসের, ‘BIO’ অর্থ কী?

     ক. জীবন    খ. মরণ

     গ. মলমূত্র    ঘ. কোনটিই নয়।

১৪.  অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল?

     ক. জবা    খ. জুঁই    গ. গাঁদা      ঘ. বেলী।

১৫.  Tuberculosis রোগের জীবাণু আবিস্কার করেন সর্ব প্রথম কোন বিজ্ঞানী কত সালে?

     ক. ১৮৮২ সালে, জার্মান বিজ্ঞানী Robert Koch.

     খ. ১৮৮৮ সালে, সুইডিস বিজ্ঞানী Robert Koch.

     গ. উভয়টি।   ঘ. কোনটিই নয়।

১৬.  ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড?

     ক. ১০-৩         খ. ১০-৬

     গ. ১০-৯         ঘ. ১০-১২

১৭.  বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম—

     ক. ENIAC   খ. EDVAC

     গ. UNIVAC ঘ. IBM

১৮.  What is the other name for a chip?

     ক. IC   খ. BIOS  গ. LAN    ঘ. RAM

১৯.  মাইক্রো কম্পিউটারের জনক কে?

     ক. চার্লস ব্যাবেজ    খ. জন ভন নিউম্যান

     গ. হেনরি এডওয়ার্ড রবার্ট

     ঘ. বিল গেটস

২০.  `Pamtop’ is a kind of –

     ক. Small Computer

     খ. Virus    গ. Animal

     ঘ. Musical instrument

২১.  নিচের কোনটি fourth Generation এর কম্পিউটার

     ক. Univac-1 খ. IBM-1620

     গ. IBM-360 ঘ. IBM-3033

২২.  Which of the following is not on input device?

     ক. Mouse       খ. Printer

     গ. key-board ঘ. Joy-Stick

২৩.  OCR এর পূর্ণ রূপ—

     ক. Optical code reader

     খ. Optical character Reader

     গ. Optical Cases Reader

     ঘ. Optical Codes Reader

২৪.  Which type of device can store up to 17GB of data?

     ক. Floppy Disk    খ. CD

     গ. DVD    ঘ. Optic Disc

২৫.  Which one is the database software?

     ক. Ms. Word খ. Oracle

     গ. Ms. Excel ঘ. Power Point

২৬.  Which of the following protects a computer System form hacking.

     ক. Sort     খ. Backup

     গ. Anti-Virus ঘ. Firewall

২৭.  It a web page’s URL includes-, the page is secure.

     ক. Https    খ. Cookie

     গ. Flat-file

     ঘ. Serial interface protocol

২৮.  Which of the following is the social networking site developed by Google?

     ক. Facebook  খ. Google Book

     গ. Google Plus     ঘ. Twitter

২৯.  Blue tooth operations Use@

     ক. Magnetic technology

     খ. optical technology

     গ. laser technology

     ঘ. Radio technology

৩০.  Which of the following measures the speed dot matrix printer?

     ক. PPM        খ. dpi      গ. eps ঘ. ipm

৩১.  এপিকালচার বলতে বুঝায় —

     ক. মত্স্য চাষ      খ. রেশম চাষ

     গ. পাখিপালন বিদ্যা        ঘ মৌমাছি চাষ।

 

     উত্তরমালা : ১.ক ২.ক ৩.ক ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.গ ৩১.ঘ।

সর্বশেষ খবর