Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ জুলাই, ২০১৬ ০০:৩৮
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

১.   ১৮তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

     ক. দক্ষিণ আফ্রিকার ডারবানে

     খ. মিসরের কায়রোয়

     গ. মেস্কেকোর কানকুনে ঘ. কাতারের দোহায়

২.   চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

     ক. শি জিনপিং      খ. লি কে কিয়াং

     গ. হু জিনতাও      ঘ. ওয়েন জিয়াবাও

৩.   ‘পিঙ্ক সিটি’ কোথায় অবস্থিত?

     ক. থাইল্যান্ডে খ. মিয়ানমারে

     গ. ভারতে    ঘ. মালয়েশিয়ায়

৪.   ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

     ক. মিয়ানমার খ. ভারত

     গ. ফিলিপাইন ঘ. চীন

৫.   মালালা ইউসুফজাঈ কোন শহরে গুলিবিদ্ধ হন?

     ক. মিঙ্গোরো খ. অ্যাবোটাবাদ

     গ. করাচি    ঘ. পাঞ্জাব

৬.   বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি?

     ক. কানাডা   খ. জাপান

     গ. সুইজারল্যান্ড     ঘ. চিলি

৭.   আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের নাম কি?

     ক. লুইস হার্ড      খ. পিটার টোমকা

     গ. জন পল   ঘ. স্টুয়ার্ট হেলি

৮.   ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ কোন দেশের গণমাধ্যম?

     ক. যুক্তরাষ্ট্র   খ. কানাডা

     গ. যুক্তরাজ্য ঘ. ডেনমার্ক

৯. মিয়ানমারের নাসাকা বাহিনী বিলুপ্ত হয় কত তারিখে?

     ক. ২২ জানুয়ারি ২০১৩

     খ. ৬ মার্চ ২০১৩

     গ. ১৬ জুন ২০১৩

     ঘ. ১১ জুলাই ২০১৩

১০.  কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতেছে কোন দেশ?

     ক. আর্জেন্টিনা খ. চিলি

     গ. ব্রাজিল    ঘ. কলম্বিয়া

১১.  এ বছর  ফরাসি ওপেনে পুরুষ এককে শিরোপা জিতেছে কে?

     ক. এন্ডি মারে      খ. নোভাক জোকোভিচ

     গ. রজার ফেদেরার   ঘ. কেই নিশিকোরি।

 

     উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.খ ৮.ক ৯.ঘ। ১০. খ ১১.খ।

এই পাতার আরো খবর
up-arrow