Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ জুলাই, ২০১৬ ০০:৩৩
নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

১.   ‘বাঙ্গালাহ’ নামের প্রচলন করেন—

     ক. শশাঙ্ক      খ. ধর্মপাল গ. ইলিয়াস শাহ  ঘ. আকবর

২.   নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?

     ক. জয়েন উদ্দিন খ. আলিবর্দী খাঁ     গ. শওকত জং     ঘ. হায়দার আলী

৩.   কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?

     ক. লর্ড কর্নওয়ালিশ  

     খ. লর্ড ক্লাইভ      গ. লর্ড কার্জন 

     ঘ. লর্ড মাউন্ট ব্যাটেন

৪.   ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল—

     ক. ফরিদপুর  খ. শরীয়তপুর        

     গ. খুলনা    ঘ. যশোর

৫.   বঙ্গভবনের প্রাচীন নাম—

     ক. গভর্নর হাউস     খ. বর্ধমান হাউজ

     গ. করতোয়া 

     ঘ. গভর্নরের বাসভবন

৬.   হিমালয়ের কন্যা বলা হয়-

     ক. পঞ্চগড়   খ. সিলেট      

     গ. বান্দরবান  ঘ. কক্সবাজার

৭.   পাহাড়ের রানী বলা হয় কোন পাহাড়কে?

     ক. লালমাই   খ. গারো           

     গ. চন্দ্রনাথ   ঘ. চিম্বুক

৮.   বান্দরবান জেলা কোন নদীর তীরে অবস্তিত?

     ক. কর্ণফুলী   খ. শংখ            

     গ. চেঙ্গী     ঘ. নাফ

৯.   মুন্সী আবদুর রউফ কোন বাহিনীর সদস্য ছিলেন?

     ক. সেনাবাহিনী  খ. ইপিআর        

     গ. বিমানবাহিনী  ঘ. নৌবাহিনী

১০.  বাংলাদেশে ডেন্টাল কলেজ কয়টি?

     ক. ২টি খ. ৩টি গ. ৪টি   ঘ. ৫টি

 

উত্তরমালা : ১.গ  ২.ক ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ।

এই পাতার আরো খবর
up-arrow