মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

শেখ শামীম আহমেদ
পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা, ঢাকা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

 

১.   নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে?

     উত্তর : মিসরীয়।

২.   পেনিসিলিন কোন ধরনের ছত্রাক?

     উত্তর : মৃতজীবী

৩.   বাংলা চ্যানেল কী?

     উত্তর : টেকনাফ ও সেন্টমার্টিনকে সংযুক্ত করেছে যে চ্যানেল।

৪.   বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?

     উত্তর : ফৌজদারহাট, ১৯৫৮

৫.   VAT এর পূর্ণরূপ কি?

     Ans : Value Added Tax

৬.  BRT এর পূর্ণরূপ কী?

     Ans : Bus Rapid Transit

৭.   “প্যাসিফিক” শব্দের অর্থ কি?

     উত্তর : শান্ত

৮.   বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক কে?

     উত্তর : সালমা খাতুন

৯. কোন রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি?

     উত্তর : সাদা

১০.  তিতাস গ্যাসের প্রধান উপাদান কী?

     উত্তর : মিথেন

১১.  অপরাজেয় বাংলা কী?

     উত্তর : একটি ভাস্কর্য

১২.  বাংলাদেশের জাতীয় সৃতিসৌধের স্থপতি কে?

     উত্তর : মঈনুল হোসেন

১৩.  যাকে পরিমাণ করা হয় তাকে কী বলা হয়?

     উত্তর : রাশি

১৪.  স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে এবং কবে?

     উত্তর : তাজউদ্দীন আহমেদ। ৩০ জুন ১৯৭২।

১৫.  দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে?

     উত্তর : ড. মাকসুদুল আলম।

১৬.  AIDS এর পূর্ণরূপ কি?

     Ans: Acquired Immune Deficiency Syndrome.

১৭.  জীবের গঠন একক কোনটি?

     উত্তর : কোষ

১৮.  জীবনের ভিত্তি বলা হয় কোনটিকে?

     উত্তর : প্রোটোপ্লাজম

১৯.  বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত?

     উত্তর : যশোর

২০.  এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি কে?

     উত্তর : মো. আব্দুল মুহিত

২১.  প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কোনটি?

     উত্তর : নালন্দা

২২.  বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত?

     উত্তর : ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার

২৩.  সিন্ধু সভ্যতার অপর নাম কী?

     উত্তর : হরপ্পা সভ্যতা

২৪.  কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?

     উত্তর : জাপান

২৫.  কোষের মাঝের ফাঁকা জায়গাকে কী বলা হয়?

     উত্তর : কোষগহ্বর

২৬.  ৯, ৩৬, ৮১, ১৪৪.... এর পরবর্তী সংখ্যাটি কত?

     উত্তর : ২২৬

২৭. ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান কে?

     উত্তর : তিউনিশিয়ার ‘ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট’।

বি. দ্র : ক্যাডেট ভর্তি প্রস্তুতি সম্পর্কে আরও জানতে ফোন ০১৯১৩৩৬৬৭৫৫ [শহীদ ক্যাডেট]। প্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রস্তুতির সুযোগ রয়েছে। উল্লেখ্য, প্রতি বছর সাধারণত জানুয়ারিতে ক্যাডেট ভর্তি পরীক্ষা হয়।

সর্বশেষ খবর