মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আপডেট

১.   দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত হবে কোথায়?

     উত্তর : মহেশখালীতে।

২.   ভারতের অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে?

     উত্তর : পেমা খান্ডু। তিনিই দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ [৩৭] মুখ্যমন্ত্রী।

৩.   যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?

     উত্তর : আম্বার রুড।

৪.   যুক্তরাজ্যের মন্ত্রিসভায় নতুন সৃষ্ট পদ ‘বেক্সিট’ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?

     উত্তর : ডেভিড ডেভিস।

৫.   তুরস্কে সম্প্রতি প্রাণঘাতী সেনা অভ্যুত্থান সংঘটিত হয় কত তারিখে?

     উত্তর : ১৬ জুলাই, ২০১৬।

৬.   ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে?

     উত্তর : অনিল কুম্বলে।

৭.   ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নতুন সভাপতি কে?

     উত্তর : অনুরাগ ঠাকুর।

৮.   আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান কে?

     উত্তর : শশাঙ্ক মনোহর।

৯.   রেলমন্ত্রী মুজিবুল হকের দেওয়া সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশ রেলওয়ের পতিত জমির পরিমাণ কত?

     উত্তর : ১০ হাজার ৮৬৮.৭২ একর।

১০.  এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়?

     উত্তর : ৯৬তম।

১১. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কততম সহযোগী সদস্য দেশ সৌদি আরব?

     উত্তর : ৩৯তম।     —শিক্ষা ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর